________________
610
যুক্ত বর্ণের য র ল ৰ লোপ পায় ও অবশিষ্ট-ভূত অনাদি বর্ণের দ্বিত্ব হয় ; কোহ ব ক্রোধ ; গঙ্গাবত্ত < গঙ্গাবর্ত ; গজ্জিয় ব গর্জিত ; গত্ত ব গাত্র, গর্ত ; গলগহ ৰ গলগ্রহ ; চত্তারি ব চত্বারি ; জচ্চ 4 জাত্য ; দব < দ্রব্য ; দিব < দিব্য : অজ্জ < অদ্য ; অপপ বঅল্প ; কপপ < কল্প ; সুত্ত ব সূত্র ; পেসুন্ন < পৈশুন্য ।
উষ্মবর্ণ-সম্পৃক্ত যুক্ত বর্ণে উষ্ম বর্ণের লোপ হয় এবং অবশিষ্ট অনাদি বর্ণের দ্বিত্ব ও মহাপ্রাণতা হয় ঃ কোঠাগার ব কোষ্ঠাগার ; খণ < ক্ষণ : অট্ঠ ব
পচ্ছিম ব .পশ্চিম ;
অষ্ট ; জেষ্ঠ ব জ্যেষ্ঠ ; নথি এ নাস্তি ; পুষ্প ফ ব পুষ্প। ফংদমাণ এ স্পন্দমান ৷ থোব 4 স্তবক খমাসমণ ব ক্ষমাশ্ৰমণ ৷
ফাস এ স্পর্শ ।
1
অনাদি অযুক্ত য় ব ত্র, ত্ম ( বিকল্পে ) : সূত্র > সূয় ( বিকল্পে, সুত্ত ) ; আত্মা > আয়া ( বিকল্পে, অপ্পা, অত্তা )। সূয়গড় ব সূত্রকৃত ; সুয়খংধ র শ্রুতস্কন্ধ ; বিবাগসুয়ং < বিপাকশ্রুতম্ । অভিন্নায়া < অভিন্নাত্মা
[ অভিজ্ঞাতা ] । গায় ব গাত্ৰ ৷
সন্ধি ঃ সংস্কৃতে সন্ধি - করা শব্দ বা পদ উপযুক্ত ধ্বনিপরিবর্তনসহ অর্ধমাগধীতে বহুশ ব্যবহৃত হইলেও [ দেবাণুপ্রিয়া, সব্বালংকারভূসিএ, অংগোবংগব অঙ্গোপাঙ্গ, অপ্পা + উপলংভ = অপ্পোপালংভ ; ইত্যাদি ] দুই-একটি প্রাকৃত বিধানে সন্ধিও দেখা যায় ৷
স্বর-সন্ধির অতি সাধারণ নিয়ম এই যে সন্নিহিত স্বরদ্বয়ের একতরের লোপ হয় : তস্স + এর = তসেব ; জেণ + এব = জেণেব ; তেণেব ; ইহ + এব = ইহেব ; লদ্ধ পঞ্চ +
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org