________________
৫০ তৃতীয়ায়—মালাহিং, বহুহিং, ভগিনীহিং; -হি। চতুর্থী-ষষ্ঠী -শং, ণ [ পূর্বস্বর দীর্ঘ ]; -পঞ্চমী--হিংতত [ পূর্বস্বর দীর্ঘ ]; সপ্তমী - সু [ পূর্বস্বর দীর্ঘ ]।
ঋ-কারান্ত সংস্কৃত শব্দের প্রাকৃত রূপ। | পিতা > পিয়া ; পিতরঃ > পিয়রাে, পিতরম্ > পিয়রং পিতরি > পিয়রি, পিতৃযু > পিঈশু, পিউসু; পিতৃভিঃ > পিউহিং, পিঈহিং, -হি; পিতৃণা > পিউণং, পিঙ্গণং, ণ; #পিতৃণা [ পিত্রা ] > পিউণা ; #পিতৃণঃ [ ব পিতুঃ ] > পিউপাে, পিউসস [ *পিতৃষ্য ]। পিউহিংতত, পিঈহিংততা। মাতা > মায়া, মাতরঃ > মায়রাে ; মাতরম্ > মায়রং। [ মাতৃ মাউ ] ; মাউ-এ [বমাত্রে, মাতুঃ ]; মাউণা [যমাত্রা > মাতৃণা ]; মাউস [ব মাতরি ]; মাউহিং মাঈহিং, মায়াহিং -হি [ ২ মাতৃভিঃ ], মাউসু, মাঈ, [ মাতৃযু ]। মাউণং, মাঈণং [ব মাতৃণা ]। ভায়া ( ব ভ্রাতা ), ভায়রং, ভায়রাে [বভ্রাতরঃ ]; ভাউণণ, ভাইস, ভায়রা, ভায়রাে, ভায়রে, ভাউণং, ভাউণং, ভাঙ্গণ, ণ; ভাউহিং, ভাইহিং। ধূয়া [দুহিতা], ধূয়রং, ধূয়রাহিং।
অন্য কয়েকটি শব্দঃ রায়া [ রাজা ] ; রায়ং [ রাজানম্ > ] রায়াণং; রায়, [ রাজানঃ > ] রায়াণণা, রাইণা, রন্না, রায়েণ, রন্নো, রায়সস, রাঈণং, রাঈহিং, রাষ্ট্র।
আত্মা > আয়া, অপপা, অত্তা; আয়াণং, অপপাণং, অত্তাণং ; অপপণে, অপপণা, আয়ও, অত্ত। আত্মানঃ > অপপাণণা ; আয়াসু। তেজসা > তেয়সা। বচসা > বয়সা। তেয়েণং তেজসা, বয়েণ বচসা। তবেণ, তবসা ব তপস।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org