________________
শ্রীপার্শ্বনাথ | পার্শ্বকুমার বন্ধুবান্ধব সহ ক্রীড়ামােদ করিতেছিলেন। তিনিও যুদ্ধভেরীর শব্দ শুনিতে পাইলেন। তিনি খেলা ছাড়িয়া পিতার নিকট আসিলেন। অশ্বসেনের চতুর্দিকে সেনাপতিগণ সুসজ্জিতবেশে বসিয়া ছিলেন।
পার্শ্বকুমার পিতাকে নম্রতাপূর্বক জিজ্ঞাসা করিলেন, “পিতা আপনার এমন কোন্ শত্রু যাহাকে পরাজিত করার জন্য আপনার এ বিরাট অভিযান ?
আপনার চেয়ে শক্তিমান অথবা আপনার মত শক্তিশালী কাহাকেও ত আমি দেখিতেছি না। এই অভিযানের কারণ কি ?”
অশ্বসেন উত্তর করিলেন—“এই লােকটা সংবাদ আনিয়াছে যে, যবন রাজার আক্রমণ হইতে প্রসেনজিতকে রক্ষা করা দরকার তাহারই জন্য এ অভিযান।” | পার্শ্বকুমার কহিলেন—“যুদ্ধে দেব অথবা দানবের কাহারও আপনার সম্মুখে টিকিবার শক্তি নাই, এ যবন রাজার ত কোনও কথাই নাই। কিন্তু তাহার সহিত যুদ্ধে আপনার যাওয়ার কোনও প্রয়ােজন নাই, আমিই সেথায় গিয়া তাহাকে দণ্ড দিয়া আসিতে পারিব।”
অশ্বসেন উত্তর দিলেন—“বৎস যুদ্ধক্ষেত্র অতি ভীষণ স্থান। সেখানে তােমাকে পাঠান আমার উচিত বলিয়া মনে হইতেছে না।
আমি জানি, তােমার প্রচুর শক্তি ও সাহস আছে, কিন্তু আমার ইচ্ছা যে, তুমি গৃহে থাকিয়াই আনন্দ উপভােগ কর।”
পিতার এই কথা শুনিয়া পার্শ্বকুমার বলিলেন—“পিতৃদেব !
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com