________________
শ্রীপার্শ্বনাথ তাঁহার পিতা মাতা প্রভৃতি সকলেই এই সংঘে মিলিত হইলেন।
শত বৎসর আয়, পূর্ণ হইলে পর পার্শ্বনাথ শ্রীসমেতশিখরে নির্বাণ পদ লাভ করিয়া পূর্ণ মুক্ত হইলেন। অর্থাৎ সর্ব কৰ্ম্ম বন্ধন ত্যাগ করতঃ পরম মুক্তি পদ প্রাপ্ত হইলেন।
“ভগবতে পার্শ্বনাথায় নমঃ”
ওঁ শান্তি ।
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat
www.umaragyanbhandar.com