________________
| ( 18 ) ইহার পরে ঘটনাবলী বড় জটিল। সে কেমন করিয়া, বিশেষ করিয়া, পরিস্কার করিয়া, বলিব জানি না। একটা গহন অরয়ের মাঝখান দিয়া যাত্রা করিয়াছিলাম, ঠিক কোন্ পথ দিয়া কখন্ চলিয়াছিলাম সে কি আর খুজিয়া বাহির করিতে পারি ?-কোথায় আরম্ভ করিব, কোথায় শেষ করিব, কোনটা ত্যাগ করিব, কোনটা রাখিব, সমস্ত কাহিনীকে কি উপায়ে এমন স্পষ্ট প্রত্যক্ষ করিয়া তুলিব যাহাতে কিছুই অসাধ্য অসম্ভব অপ্রকৃত বােধ না হয় ?
એ પછીની ઘટનાઓ ઘણી દૂધ છે. તે કેમ કરી, [કેવી રીતે ] અલગ કરી, સુધારી કહું તે હું] જાણતો નથી; એક ગાઢ જંગલની વચમાં થઈ પ્રવાસ કર્યો હતો, ઠિક કયે માર્ગ કયારે ચાલ્યો હતો તે શું ફરીથી ખોજ બાહર કરી શકું? કયાં થી આરંભ કરું, જ્યાં સમાપ્ત કરૂં, કયો ભાગ છોડી દઉં, કયો રાખું, બંધી વાતને ક્યા ઉપાયે એવી સ્પષ્ટ પ્રત્યક્ષ કરી રાખ્યું જેથી જરા પણ અસાધ્ય ન થઈ શકે તેવું] અસંભવ અપ્રકૃત [અસ્થાને] જણાય નહિ!
চক্রবর্তী পালাইবার পথ পায় না। ভাবিল রাম রাম, সন্ধ্যাবেলায় এ কি বিপদেই পড়িলাম? আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে। ছিদাম (নাম) কিছুতেই তাহার পা ছাড়িল না, কহিল দাদা ঠাকুর, এখন আমার বৌকে বাঁচাইবার কি উপায় করি !”
ચક્રર્તીને ભાગવાને રસ્તે મળે નહિ. વિચાર્યું રામ રામ, સાંઝના વખતે આ કઈ વિપત્તિમાં પડ્યો ? કોર્ટમાં સાક્ષી દેતાં દેતાંજ જીવ નીકળી જશે. છિદામે કોઈ પણ રીતે તેનો પગ છોડે નહિ, કહ્યું “દાદા, અત્યારે મહારી વહુને બચાવવાને કર્યો શિ] ઉપાય કરું. | অবশেষে অপুবের মা এক দিন মৃন্ময়ীকে ডাকিয়া কহিলেন “বৌ মা, (মা অসাধন) অপূ অনেক দিন বাড়ি এল না, তাই মনে করচি (করিতেছি) কলকাতায় গিয়ে তাকে দেখে আসিগে (গে-ঋ মুখ)। তুমি সঙ্গে যাবে ?' মুনময়ী সম্মতি সূচক ঘাড় নাড়িল এবং ঘরের মধ্যে আসিয়া দ্বার রুদ্ধ করিয়া বিছানার উপর পড়িয়া বালিশখানা বকের
www.umaragyanbhandar.com
Shree Sudharmaswami Gyanbhandar-Umara, Surat