________________
ভাবনা শুধায় জন্ম-জন্মান্তর
দাদাশ্রী : কারাের মান্যতাকে আঘাত দেওয়া অনুচিত । কেউ ভুল - এমনটাও যেন মনে না হয়। এক’-কে সংখ্যা বলে কি বলে না ?
প্রশ্নকর্তা : হ্যাঁ।
দাদাশ্রী : তাে ‘দুই’-কে সংখ্যা বলে কি বলে না ?
প্রশ্নকর্তা : হ্যাঁ , বলে ।
দাদাশ্রী : তাে একশাে’ সংখ্যাওয়ালারা কি বলে ? আমারটা ঠিক আর তােমারটা ভুল। এরকম বলতে নেই। সবারটাই ঠিক। এক’-টা এক’-এর মত, ‘দুই’-টা ‘দুই’-এর মত, প্রত্যেকে তার নিজের নিজের জায়গায় ঠিক থাকে। অর্থাৎ প্রত্যেকের (ভিউপয়েন্ট) যে স্বীকার করে নেয় তাকেই স্যাদ্বা বলে। একটি বস্তু তার গুণধর্মতে থাকে কিন্তু তুমি যদি এর কিছু গুণকে স্বীকার করাে আর অন্য সব গুণকে অস্বীকার করাে তাে তা ভুল। স্যাদ্বা মানে প্রত্যেকের মান্যতা অনুসারে হওয়া। 360 ডিগ্রীতে পৌছালে সবারটাই ঠিক লাগে কিন্তু ততক্ষণ পর্যন্ত এর ডিগ্রী অনুযায়ী এ ঠিক আর ওর ডিগ্রী অনুযায়ী ও ঠিক।
কোনাে ধর্ম খারাপ এরকম আমরা বলতে পারি না। প্রত্যেক ধর্মই ঠিক, কেউ ভুল নয়। আমরা কাউকে ভুল বলতেই পারি না। সেটা তার ধর্ম। মাংসাহার করলে আমরা তাকে ভুল কি করে বলতে পারি ? ও বলবে, ‘মাংসাহার করা আমার ধর্ম। তাে আমরা তাকে মানা করতে পারি না। এটাই ওর মান্যতা, ওর বিলীফ। আমরা কারাের বিলীফকে খন্ডন করতে পারি না। কিন্তু কেউ শাকাহারী পরিবারে জন্মে যদি মাংসাহার করে তাে তাকে আমরা বলতে পারি যে, ‘ভাই, এটা ঠিক নয়। তার পরেও যদি সে মাংসাহার করে তাে আমরা তার বিরােধ করতে পারি না। আমাদের বােঝাতে হবে যে এই বস্তু হেল্পফুল (সহায়ক) নয় ।
| স্যাদ্বাদ অর্থাৎ কোনাে ধর্মের মান্যতাকে আঘাত না দেওয়া। যতটুকু সত্য এতে আছে তাকে সত্য বলে আর যতটুকু অসত্য আছে তাকে কিন্তু অসত্যও বলে। একেই