________________
ভাবনা শুধরায় জন্ম-জন্মান্তর
প্রকৃতি আলাদা আলাদা হয় , তবুও স্যাদ্বা বাণী কারাের প্রকৃতির প্রতি দ্বেষ রাখে ।
প্রশ্নকর্তা : স্যাদ্বা মনন মানে কি ?
দাদাশ্রী : স্যাদ্বাদ মনন অর্থাৎ মনের মধ্যেও, চিন্তা-ভাবনা দ্বারা কোনাে ধর্মের মান্যতা যেন কিছুমাত্র আঘাত না পায়। ব্যবহারে তাে হওয়া উচিত-ই নয় কিন্তু এরকম। ভাবনা করাও অনুচিত। মুখে বলা তাে আলাদা কিন্তু মনেও যেন এরকম ভালাে ভাবনাই আসে যা অন্য ব্যক্তির মান্যতাকে আঘাত দেয় না, কারণ মনের ভাবনার স্পন্দন অন্য ব্যক্তির কাছে পৌঁছে যায়। তাই এরা মুখ ফুলিয়ে থাকে। কারণ তােমার। (খারাপ) ভাবনা ওর মনে পৌছে ওর উপর প্রভাব ফ্যালে ।
প্রশ্নকর্তা : কারাের প্রতি মনে খারাপ ভাবনা এলে কি প্রতিক্ৰমণ করবাে ?
দাদাশ্রী : হ্যাঁ, নয়তাে পরে ওর মন বিরূপ হবে। আর প্রতিক্ৰমণ করলে এর । মন যদি বিরূপ হয়েও থাকে তাে পরে ঠিক হয়ে যাবে। কারাের জন্যেই খারাপ বা। এটা-সেটা বিচার-ও করবে না। কিছুই করবে না। সবাই নিজেরটা সামলাও। নিজে নিজেরটা সামলাও , আর অন্য কোনাে ঝামেলায় যাবে না ।
ধর্মের মান্যতা আঘাত না পায় ...
প্রশ্নকর্তা : ২. হে দাদা ভগবান ! আমি যেন কোনাে ধর্মের মান্যতাকে।
| কিঞ্চিৎমাত্রও আঘাত না করি , কাউকে দিয়ে আঘাত না করাই । অথবা কাউকে আঘাত করার অনুমােদন না করি এমন পরম শক্তি আমাকে দিন ।
আমার দ্বারা যেন কোনাে ধর্মের মান্যতার প্রতি কিঞ্চিৎমাত্রও আঘাত
পৌছায় এমন স্যাদ্বা বাণী , স্যাদ্বাদ ব্যবহার আর স্যাদ্বা মনন করার পরম শক্তি আমাকে দিন ।