________________
সেবা – পরােপকার
কেউ অনারারী প্রেসিডেন্ট হয়, অনারারী এটা-সেটা হয়। আরে, আপদ কি জন্যে ডেকে আনছাে ? এখন রিটায়ার্ড হওয়ার সময় এসে গেছে তাও ? আপদ-ই খাড়া করছে ; সব আপদ-ই খাড়া করেছে।
আর সেবা যদি না করা যায় তা হলে কারাের দুঃখ না হয় তা দেখতে হবে। কেউ যদি লােকসান করে যায় তবুও। কারণ এ আগের কোনাে হিসাব হবে। তবুও তােমাকে এর যেন কোনও দুঃখ না হয় তা করতে হবে।
ব্যস্, এটাই শেখার মত!
প্রশ্নকর্তা : অন্যকে সুখ দিয়ে সুখী হতে হবে।
দাদাশ্রী : হ্যা, ব্যস্ এটুকুই শেখাে না! অন্য কিছু শেখার মত নয়। জগতে আর অন্য কোনাে ধর্ম নেই। এই এটুকুই ধর্ম; অন্য কোনাে ধর্ম নেই। অন্যকে সুখ দাও, তাতেই সুখী হবে।
এই যে তুমি ব্যবসা-বাণিজ্য করছাে তাতে তাে কিছু উপার্জন করছাে; তাে কোনাে গ্রামে কেউ গরীব থাকলে তাকে কিছু খাবার-দাবার দাও, মেয়ের বিয়ের সময় কিছু টাকা দাও; কিন্তু এর গাড়ী (জীবন) রাস্তায় এনে দেওয়া তাে চাই ! কারাের হৃদয়কে শাস্তি দিলে ভগবান তােমার হৃদয়কে শান্ত করবেন।
জ্ঞানী দেন গ্যারান্টি-পত্র ! প্রশ্নকর্তা:কারাের হৃদয়কে শান্তি দিতে গেলে তাে আজকাল পকেট খালি হয়ে যায়। | দাদাশ্রী : পকেট খালি হােক না। এ পূর্বজন্মের হিসাব আছে যা চুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তুমি এখন শান্তি দাও তাে এর ফল পাবেই। এর একশাে শতাংশ গ্যারান্টী আমি তােমাকে দিচ্ছি। আমি আগে দিয়েছিলাম তাই আমি এখন সুখ পাচ্ছি। আমার তাে ব্যবসাই সুখের