________________
সেবা - পরােপকার
| ১৪
দাদাশ্রী : ভগবানের দর্শন হলে তাে লােকসেবার পিছনে পড়ে না, কারণভগবানেরদর্শন হওয়ার পরে কেউকি ভগবানকে ছাড়বে ? এইজন্যে লােকসেবা করতে হবে যাতে ভগবানকে পাওয়া যায়। লােকসেবা তাে হৃদয় থেকে হওয়া দরকার, হৃদয়পূর্বক হলে সবার কাছে পৌঁছায়। লােকসেবা আর খ্যাতি এই দুই একসাথে হলে মুস্কিলে ফেলে দেয় মানুষকে। খ্যাতি ছাড়া লােকসেবা হলে তা খাঁটি সেবা। খ্যাতি তাে হবে কিন্তু খ্যাতির ইচ্ছারহিত হওয়া চাই।
| লােকসেবা লােকে করে না। এতাে অন্তরে কীর্তির লােভ, মানএর লােভ, সমস্ত ধরণের লােভ পড়ে রয়েছে, তারাই করাচ্ছে। লােকসেবা করার মানুষ কি রকম হয় ? অপরিগ্রহী পুরুষ হয়। সবাই তােনামের জন্য করে। ধীরে ধীরে কোনােদিন মন্ত্রী হবাে’ এই মনে করে জনসেবা করে। অন্তরে চুরির মনােভাব থাকে, সেইজন্যে বাইরে ঝঞ্জাট, বিনা কাজের পরিগ্রহী, সম্পূর্ণ পরিগ্রহী হয় আর অন্যদিকে জনসেবা করতে চায়। দু'টোই কিভাবে সম্ভব ?
প্রশ্নকর্তা : এখন তাে আমি মানবসেবা করছি। ঘরে ঘরে গিয়ে সবার কাছে ভিক্ষে করে গরীবদের দিচ্ছি। এটুকুই এখন করছি।
| দাদাশ্রী : এ সমস্ত তাে তােমার খাতায় জমা হচ্ছে। তুমি যে দিচ্ছাে তা...না, না, তুমি মধ্যে থেকে যে কাজ করছে তার রাশি বের করবে। সেই রাশি এগারাে গুণ করে তার উপরে যে দালালী হবে তা তুমি পাবে। সামনের জন্মে দালালী পাবে আর এর জন্যে শান্তি থাকবে তােমার। এই যে ভালাে কাজ করছে তার জন্যে এখন শান্তি থাকবে আর ভবিষ্যতেও থাকবে। এ তাে ভালাে কাজ।
নয়তাে সেবা তাে তারই নাম যখন তুমি কাজ করছে কিন্তু তা আমি জানতেও পারি না। একে সেবা বলে। সেবা গুপ্ত হয়। জানাজানি হলে তাকে সেবা বলে না। সুরতের একটা গ্রামে গিয়েছিলাম। একজন এসে