________________
সেবা - পরােপকার
দাদাশ্রী : হা, কিন্তু এ কি দেখতে যায় যে কে বদমায়েস আর কে ভালাে ? যে নিয়ে যাবে তার, আমার নয়। এ পরােপকারী জীবন কাটাচ্ছে। এরকম জীবন যাপন করার ফলে এই জীবেদের ধীরে ধীরে উর্ধ্বগতি হয়।
প্রশ্নকর্তা: কিন্তু অনেক সময়ে এমন হয় যেযার উপকার করা হলাে, সে উপকার যে করছে তার উপরেই দোষারােপ করে। | দাদাশ্রী : হ্যা, এটাই তাে দেখার ! যে উপকার করছে তারই অপকার করে।
প্রশ্নকর্তা : বুঝতে না পারার কারণে !
দাদাশ্রী : এই বােধ সে কোথা থেকে আনবে ? বােধ থাকলে তাে। কাজ-ই হয়ে যায়। এরকম বােধ আনবে কোথা থেকে ?
পরােপকার তাে খুবই উঁচু স্থিতি। এই পরােপকারী লাইফ, সমগ্র মনুষ্যজীবনের এটাই ধ্যেয়।
| জীবনে মহৎ কাৰ্য্য এই দুটি! আর দ্বিতীয় কথা, এই হিন্দুস্তানে মনুষ্যজন্ম কিসের জন্য? নিজের এই বন্ধন, চিরকালের বন্ধন ভাঙ্গে— এই হেতুর জন্য, এবসােলুট’ হওয়ার জন্য আর যদি এই এবসােলুট’ হওয়ার জ্ঞান না পাও তাে পরের জন্য জীবন কাটাও। এই দুই কাজ করার জন্যেই হিন্দুস্তানে জন্ম হয়। এই দুই কাজ লােকেরা করে কি ? লােকেরা তাে ভেজাল মিশিয়ে মানুষ থেকে জানােয়ার গতিতে যাওয়ার কলা খুঁজে বার করেছে।
| সরল হওয়ার উপায় ! প্রশ্নকর্তা:জীবন সরল আর সাত্ত্বিক বানানাের উপায় কি ?
দাদাশ্রী : তােমার কাছে যতটুকু আছে তা অবলাইজিং নেচার করে লােককে দাও। এইভাবেই জীবন সাত্তিক হতে থাকবে। অবলাইজিং নেচার তুমি করেছাে কি ? তােমার অবলাইজিং নেচার ভালাে লাগে ?