________________
সেবা – পরােপকার
করলে তােমার কাছে প্রত্যেকটা জিনিস থাকবে। পরােপকারের জন্যে করাে, কিন্তু যদি ফী নিয়ে করাে তাে ?
প্রশ্নকর্তা : ভােগান্তির সৃষ্টি হয়।
দাদাশ্রী : এই যে কোর্টে ফী নেয়। একশাে টাকা লাগবে, দেড়শাে টাকা দিতে হবে। তখন বলে, ‘সাহেব, দেড়শাে টাকা নিয়ে নাও। কিন্তু এতে পরােপকারের নিয়ম তাে মানা হলাে না !
প্রশ্নকর্তা: পেটে আগুন জ্বললে তাে এরকম বলতেই হবে, নয় কি ?
দাদাশ্রী: পেটে আগুন জ্বলছে এরকম বিচারকরবেইনা। যে কোনাে প্রকারের পরােপকার যদি করাে তাে তােমার কোনাে বাধা আসবে না। এখন লােকেদের কি হয় ? সম্পূর্ণ না বুঝে করতে যায়, তাই উল্টো ‘এফেক্ট’ আসে। সে কারণে মনে শ্রদ্ধা থাকে না আর যা ছিল তাও চলে যায়। এখন থেকে করতে শুরু করলে দু'-তিন জন্মে ঠিকমত হয়। এটাই ‘সায়েন্স।
ভালাে-খারাপের জন্যে, পরােপকার একরকম!
প্রশ্নকর্তা: মানুষ অন্যের ভালাে করার জন্যে পরােপকারী জীবনযাপন করে, লােকেদের বলেও, কিন্তু যে ভালাের জন্যে বলছে, লােকেদের স্ব-কল্যাণের জন্যে বলছে, তা কেউ বুঝতে চায় না, তার কি ?
দাদাশ্রী : পরােপকারী অন্য ব্যক্তির বােধ দেখতে যায় না আর যদি পরােপকারী অন্য ব্যক্তির বােধ দেখে তাে তাকে ওকালতি বলে। সেইজন্য অন্য ব্যক্তির বােধ দেখার প্রয়ােজন নেই।
এই যে সমস্ত গাছ রয়েছে, আম গাছ, নিম গাছ এইসব, এতে ফল ধরে, তাে আমের গাছ নিজের কতগুলাে ফল খায় ?
প্রশ্নকর্তা: একটাও নয়। দাদাশ্রী : এ সমস্ত কার জন্যে ? প্রশ্নকর্তা : পরের জন্যে।