________________
দাদাশ্রী ? আর যদি দুজনেরই হয়ে যায় তাে বাকী কি থাকলাে ? প্রশ্নকর্তা ও পতি-পত্নীর মধ্যে কম-বেশী ক্রোধ তাে হওয়াই চাই না?
দাদাশ্রী ? না। এরকম কোন নিয়ম নেই। পতি-পত্নীর মধ্যে তাে খুব শান্তি থাকা চাই। যদি দুঃখ হয় তাে তাদের পতি-পত্নীই বলবে না। সত্যিকারের। ফ্রেন্ডশিপ-এ দুঃখ হয় না, আর এ তাে সবথেকে বড় ফ্রেন্ডশিপ। এখানে। ক্রোধ হওয়া উচিৎ নয়। এ তাে লােকেরা জোর করে মাথায় ঢুকিয়ে দিয়েছে, নিজের হয়, তাই নিয়মই এরকম আছে বলে দেয়। বাকী সব জায়গায় হলেও পতি-পত্নীর মধ্যে একটুও দুঃখ হওয়া উচিৎ নয়।
জেদ-এর মার।
প্রশ্নকর্তা ও ঘরে অথবা বাইরে বন্ধুদের সাথে সব জায়গায় প্রত্যেকের মত ভিন্ন ভিন্ন হয় আর তাতে আমার ধারণা অনুসার না হলে আমার ক্রোধ কেন হয়? তখন আমার কি করা উচিৎ?
| দাদাশ্রী ঃ সবাই যদি নিজের নিজের ধারণা অনুযায়ী করতে যায় তাে কি হবে? এরকম বিচার-ই কেন আসে? সাথে-সাথেই চিন্তা করা উচিৎ যে সকলেই যদি নিজের ধারণা অনুযায়ী করতে শুরু করে তাে একে অন্যের সাথে প্রতিস্পর্ধায় সমস্ত বাসন ভেঙে ফেলবে আর খাওয়ারও কিছু থাকবে।
। সেইজন্য ধারণা অনুসারে কখনাে করবেই না। ধারণাই করবে না, তাতে ভুল বুঝবে না। যার দরকার সে ধারণা করবে এইরকম মনে রাখবে। | প্রশ্নকর্তা ঃ আমি যতই শান্ত থাকি না কেন তাও যদি পতি ক্রোধ করে তাে আমার কি করা উচিৎ?
দাদাশ্রী ঃ ও ক্রোধ করে আর ওর সাথে যদি ঝগড়া করতে হয় তাে | তােমাকেও ক্রোধ করতে হবে, অন্যথা নয়! যদি ফিল্ম বনধ করতে চাও।
তাে শান্ত হয়ে যাবে। আর ফিল্ম বন্ধ করতে না চাইলে সারারাত চলতে দাও, কে বারণ করেছে? কি তােমার এরকম ফিল্ম পছন্দ?
প্রশ্নকর্তা ঃ না, এরকম ফিল্ম পছন্দ নয়। দাদাশ্রী ও ক্রোধ করে কি করবে? ওই লােক স্বয়ং ক্রোধ করছে না,
[ ২৫ ]