________________
এখন এই ক্রমিক মার্গে তাে শিষ্য ঘাবড়াতেই থাকে যে এখনই কিছু বলবেন, আর উনি (গুরু)-ও সকাল থেকে সারাদিন উত্যক্ত হয়েই বসে থাকেন। তাে একদম দশম গুনকস্থান (জৈনধর্মাবলম্বীদের আধ্যাত্মিক প্রগতির পরিমাপক) অবধি এই হাল। উনি চোখ লাল করলে ভিতরে আগুন জ্বলে। এই ব্যথা, কতটা ব্যথা এতে হয়! তাহলে কি করে পৌঁছাবে? মােক্ষলাভ কি কোন লাড়ু খাওয়ার খেলা? এ তাে কখনও কখনও এরকম অক্রমবিজ্ঞান প্রাপ্ত হয়।
ক্রোধ মানে এক প্রকারের সিন্যাল সংসারের লােক বলে যে এই ভাই ছেলের উপর ক্রোধ করেছে সুতরাং এ দোষী এবং এর পাপ হয়েছে। ভগবান এরকম বলেন না। ভগবান বলেন যে, “ছেলের উপর ক্রোধ করে নি এইজন্য ওর পিতা দোষী। অতএব ওর একশাে টাকা দন্ড। তখন বলে, ‘ক্রোধ করা কি ঠিক? তাতে বলেন, না, কিন্তু এখন তার প্রয়ােজন ছিল। যদি এখানে ক্রোধ না করতাে তাে ছেলে উল্টো রাস্তায় চলে যেত।
অর্থাৎ ক্রোধ এক প্রকারের লাল সিগন্যাল, আর কিছু নয়। যদি চোখ রাঙাতে, যদি ক্রোধ না করতে তাে ছেলে উল্টো রাস্তায় চলে যেত। এইজন্যে ভগবান তাে পিতা সন্তানের উপর ক্রোধ করে, তবু তাকে একশাে টাকা পুরস্কার দেন।
| ক্রোধ তাে লাল ঝান্ডা। শুধু পাবলিকের জানা নেই আর কতক্ষণ লাল ঝান্ডা দেখাতে হবে, কত সময় ধরে দেখাতে হবে তা বােঝার প্রয়ােজন আছে। এখন মেলগাড়ী যাচ্ছে আর আড়াই ঘন্টা লাল ঝান্ডা নিয়ে অকারণে দাঁড়িয়ে থাকবে তাে কি হবে? অর্থাৎ লাল ঝান্ডার প্রয়ােজন আছে কিন্তু কতটা সময় দেখাতে হবে তাও বােঝার প্রয়ােজন আছে।
ঠান্ডা (শান্ত থাকা) হল সবুজ সিন্যাল।
রৌদ্রধান পরিবর্তিত ধর্মধ্যানে সন্তানের উপর ক্রোধ করলে, কিন্তু ভিতরে তােমার ভাব এইরকম
[[ ২২ ]