________________
হলে বিরক্ত হওয়া কার্যকর, রেজাল্টই ভালাে হলাে না তাে বিরক্ত হওয়ার অর্থ কি? ক্রোধ করলে যদি লাভ হয় তাে করাে আর যদি লাভ
হয় তাে এমনিই চালিয়ে নাও না! | প্রশ্নকর্তাঃ যদি আমি ক্রোধ না করি তাহলে ও আমার কথা শুনবেও , খাবেও না। দাদাশ্রী ও ক্রোধ করার পরেও কোথায় শােনে?
বীতরাগদের সূক্ষ্ম দৃষ্টি তাে দ্যাখাে! এ সত্ত্বেও লােকে কি বলে যে এই পিতা নিজের সন্তানের প্রতি এত ক্রোধিত হয়ে গেছে, সেইজন্য এ পিতা না-লায়েক। আর প্রকৃতি এখানে তাকে কিরকম ন্যায় দেয় ? পিতার পূণ্য জমা হয়। হ্যা, কারণ সন্তানের ভালাের জন্য ইনি অশান্তি নিজের উপর নিয়েছেন। সন্তানের সুখের খাতিরে নিজের উপর অশান্তি টেনে আনার কারণেই পূণ্য জমা হয়। বাকী সমস্ত প্রকার ক্রোধ পাপ-ই জমা করে। এই এক প্রকার ক্রোধ যা সন্তানের বা শিষ্যের মঙ্গলের জন্যে করে। নিজেকে জ্বালিয়েও এদের সুখের জন্য করে, তাই পুণ্য হয়। তাও লােকে তার নিন্দাই করতে থাকে। কিন্তু ঈশ্বরের কাছে যথার্থ ন্যায় আছে না নেই? নিজের ছেলে-মেয়ের উপর যে ক্রোধ করে তাতে হিংসকভাব থাকে না। অন্য সমস্ত-তে হিংসকভাব থাকে। তবু এতে তন্ত (সূত্র) তাে থাকেই, কারণ ওই মেয়েকে দেখলেই ভিতরে ক্লেশ শুরু হয়ে যায়।
যদি ক্রোধে হিংসকভাব আর তন্ত, এই দুইই না থাকে তাে মােক্ষ হয়ে যাবে। আর যদি হিংসকভাব না থাকে, শুধুই তন্ত থাকে, তাহলে পূণ্য জমা হয়। কিরকম সূক্ষ্মতায় ভগবান খুঁজে বার করেছেন!
ক্রোধ করে তবুও লাভ করে পূণ্য
ভগবান বলেছেন, যে যদি অন্যের ভালাের জন্যে ক্রোধ করে, পরমার্থ | হেতু ক্রোধ করে তাহলে তার ফল পূণ্যলাভ।।
| [ ২১ ]