________________
হত, বিচারশীল হত তাহলে কোথাও কোন ঝগড়া হয় এরকম হতােই না। এখন ঝগড়া করলে কি কাপ-প্লেট জোড়া লেগে যাবে? শুধু সন্তোষ হয়, এইটুকুই না! আর মনে ক্লেশ আর আস্থা হয় সে তাে আলাদা। অর্থাৎ এই ঘটনায় এক তাে কাপ গেল সেটা এক ক্ষতি, এই ক্লেশ হওয়া দ্বিতীয় ক্ষতি আর চাকরের সাথে শত্রুতা হল, সেই ক্ষতি!!! চাকর শত্রুতা বেঁধে নেবে যে আমি গরীব’ সেইজন্যে আমাকে এরকম বলছে! কিন্তু ও শত্রুতা ছাড়বে না আর ভগবানও বলেছেন কারাে সাথে শত্রুতা বেঁধে নেবে না। যদি সম্ভব হয় তাে প্রেমের বন্ধনে বাঁধবে কিন্তু শত্রুতা বাঁধবে না। কারণ প্রেমের বন্ধনে বাঁধলে এই প্রেম-ই স্বয়ং শত্রুতাকে উপড়ে ফেলবে। প্রেম তাে এমন যে শত্রুতার কবর খুঁড়ে দেয়, শত্রুতা থেকে তাে শত্রুতা বাড়তেই থাকে। নিরন্তর বাড়তেই থাকে। শত্রুতার কারণেই তাে এইভাবে ঘুরে | বেড়ানাে! মানুষ কেন ঘুরে বেড়াচ্ছে? তীর্থঙ্কর-এর সাক্ষাৎ হয় নি ? তখন বলে, ‘তীর্থঙ্কর-এর সাক্ষাৎ তাে হয়েছিল, ওনার দেশনা (উপপদেশ)-ও শুনেছি কিন্তু কোন কাজ হয় নি। | কোন কোন বস্তু থেকে বাসা আসছে, কোথায় কোথায় বিরােধ হচ্ছে, তাে ওই সমস্ত বিরােধ মিটিয়ে নাও না। বিরােধ হয়, সেখানে দৃষ্টি সঙ্কুচিত থাকে। এইজন্য জ্ঞানীপুরুষ লং-সাইট (দূরদৃষ্টি) দিয়ে দেন। লং-সাইটের। আধারে সব কিছু যেমন আছে তেমন’ দেখতে পাওয়া যায়।
সন্তানের উপর ক্রোধ হয় তখন...
প্রশ্নকর্তা ও ঘরে বাচ্চাদের উপর ক্রোধ হয়, তাে কি করব?
দাদাশ্রী ও ক্রোধ না বােঝার কারণে হয়। ওকে তুমি জিজ্ঞাসা করাে | যে, তােমার খুব ভাল লেগেছিল ? তখন ও বলবে ‘আমার খুব খারাপ লেগেছিল, ভিতরে খুব দুঃখ হয়েছিল। ওর-ও দুঃখ হয়, তােমারও দুঃখ হয়। তাে এতে বাচ্চার উপর বিরক্ত হওয়ার দরকারই বা কোথায় ? আর বিরক্ত হলে যদি শুধরে যায় তাে বিরক্ত হও। রেজাল্ট (পরিণাম) ভাল
[ ২0]