________________
ধরণের অহংকার থেকে ক্রোধ হয় তার খোঁজখবর করা দরকার।
ছেলে গেলাস ভেঙে ফেললে ক্রোধ হয়ে গেল, ওখানে আমার অহংকার কোথায় ? এই গেলাসের ক্ষতি হবে, এরকম অহংকার আছে। লাভলােকসানের অহংকার আছে আমার। সুতরাং লাভ-লােকসানের অহংকারকে বিবেচনা করে নির্মূল করাে। ভুল অহংকারকে সামলে রাখলে ক্রোধ হতেই থাকবে। ক্রোধ আছে, লােভ আছে, বাস্তবে এ সমস্তই মূলতঃ সব অহংকারই।
ক্রোধকে শান্ত করা, কোন বিবেচনা দিয়ে? | ক্রোধ স্বয়ং-ই অহংকার। এখন এটা বুঝতে হবে যে কিভাবে তা অহংকার। এটা খুঁজে বার করতে পারলে তবে বুঝতে পারবে যে ক্রোধ অহংকার-ই। এই ক্রোধ কেন উৎপন্ন হল? তাতে বলে, ‘এই বােন কাপপ্লেট ভেঙে ফেলেছে, তাই ক্রোধ উৎপন্ন হয়েছে। এখন কাপ-প্লেট ভেঙেছে তাে তাতে আমার অসুবিধা কোথায়? তখন বলে,আমার ঘরের লােকসান হয়েছে। আর লােকসান হলেই তাকে বকাবকি করতে হবে? এই অহংকার করা, বকাবকি করা, এই সব যদি সূক্ষ্মাতিসূক্ষ্মরূপে চিন্তা-ধারনা করা যায়, তাে চিন্তা করলে এই সমস্ত অহংকার ধুয়ে যায়। এখন এই কাপ ভেঙে গেছে তা নিবার্য না অনিবার্য? অনিবার্য সংযােগ হয় কি হয় না? মালিক চাকরকে বকাবকি করে, আরে, কাপ-প্লেট কেন ভেঙে ফেললি? তাের হাত কি ভাঙা ছিল ? আর তুই এইরকম, তুই ওইরকম। অনিবার্য হলে কি ওকে বকুনি দেওয়া চলে? জামাইয়ের হাতে কাপ-প্লেট ভাঙলে সেখানে কিছুই বলবে না! কারণ যেখানে কেউ সুপীরিয়র থাকে, সেখানে চুপ! আর ইনফিরিয়র কেউ এলে সেখানে অপমান করে দাও!!! এই সমস্ত কিছু ইগােইজম্। সুপীরিয়র এর সামনে সবাই চুপ হয়ে যায় না কি? ‘দাদাজী’র হাতে যদি কিছু ভেঙে যায় তাে কিছুই মনে হবে না আর চাকরের হাতে যদি ভাঙে তাে? | এই জগৎ কখনও ন্যায় দেখেনি। না বােঝার কারণেই এসমস্ত কিছু হয়েছে। যদি বুদ্ধিপুর্বক বিচার-বিবেচনা হয় সেটাই ঠিক। বুদ্ধি যদি বিকশিত
[ ১৯ ]