________________
বুঝে চলাে
প্রশ্নকর্তা ও আমার এক নিকট আত্মীয় আছে যার উপর আমি ক্রোধিত হয়ে যাই। ও হয়তাে ওর দৃষ্টিভঙ্গী থেকে ঠিক কিন্তু আমি নিজের দৃষ্টি থেকে ক্রোধিত হয়ে যাই। কি কারণে ক্রোধিত হয়ে যাই ?
দাদাশ্রী ঃ তুমি আসছাে আর এই বাড়ী থেকে একটা পাথর তােমার মাথায় পড়লাে আর রক্তপাত হল, তাে সেই সময় খুব ক্রোধ করবে?
প্রশ্নকর্তা ঃ না, ও তাে হয়ে গেছে।
দাদাশ্রী ঃ না, কিন্তু ওখানে ক্রোধ কেন করাে না? মানে যদি নিজে কাউকে না দেখে থাকো তাে ক্রোধ কি করে হবে?
প্রশ্নকর্তা ঃ কেউ জেনে-বুঝে মারে নি।
দাদাশ্রী ঃ আর এখন বাইরে যাও আর কোন ছেলে যদি পাথর ছোঁড়ে, সেটা লেগে যায় আর রক্ত বেরােতে থাকে, তাে তার উপর ক্রোধ করাে - সেটা কেন? ও আমাকে পাথর মেরেছে তাই রক্ত বেরিয়েছে এইজন্যে ক্রোধ করাে যে, ‘তুই কেন মারলি? আর যখন পাহাড়ে ধাক্কা খেতে খেতে পড়া পাথর এসে লাগে আর মাথা থেকে রক্ত ঝরতে থাকে, তাে দ্যাখে কিন্তু ক্রোধ করে না।
| ওর এরকম মনে হয় যে এ-ই করছে। কোন লােক জেনে-বুঝে মারতেই পারে না। অর্থাৎ পাহাড়ের উপর থেকে পাথর পড়া আর এই ব্যক্তির পাথর ছোঁড়া, দু’টো একইরকম। কিন্তু ভ্রান্তি থেকে এরকম মনে হয় যে এ-ই করছে। এই ওয়ার্লডে কোন মানুষের মলত্যাগ করারও শক্তি নেই।
| যদি আমি বুঝতে পারি যে কেউ জেনে-শুনে মারে নি, তাে সেখানে ক্রোধ করি না। আবার বলে, আমার ক্রোধ হয়ে যায়, আমার স্বভাব ক্রোধী। মুয়া (মরণশীল, দাদাশ্রীর ভাষায়), স্বভাব থেকে ক্রোধ হয় না। ওখানে পুলিশদের সামনে হয় না কেন? পুলিশরা বকাবকি করলে কেন ক্রোধ হয়না? স্ত্রীর উপর রাগ হয়, বাচ্চাদের উপর ক্রোধ হয়, পড়শীর উপর, ‘আন্ডারহ্যান্ড’ (অধীনস্থ)-এর উপর ক্রোধ হয়, কিন্তু ‘বস’ (উপরওয়ালা)
| [১৫]