________________
-র প্রতি হয় না কেন? এ তাে স্বভাব থেকে মানুষের ক্রোধ হয় না। এখানে তাে ও নিজের খেয়ালখুশী মতাে করতে থাকে।
প্রশ্নকর্তা ও কি করে কন্ট্রোল করব?
দাদাশ্রী ও বােধ থেকে। এরা যে তােমার সামনে আসে তারা তাে নিমিত্তমাত্র আর তােমার কর্মেরই ফল দেয়। ও নিমিত্ত হয়ে গেছে। এখন এটা বুঝে নিতে পারলে তবেই ক্রোধ কন্ট্রোলে আসবে। যখন পাথর পাহাড় থেকে পড়ছে, এরকম দেখেছে তখন ক্রোধ কন্ট্রোলে এসে যায়। তাে এতেও বুঝে নিতে হবে যে, “ভাই, এরা সব পাহাড়েরই মত।
রাস্তায় কোন গাড়ীওয়ালা যখন ভুল রাস্তা দিয়ে তােমার সামনে চলে আসে, তখনও তাে লড়াই করতে যাও না, নয় কি? ক্রোধ করাে না তাে? | কেন? তুমি ধাক্কা মেরে ওকে ভেঙে দাও কি? না? তাে ওখানে কেন করাে
? ওখানে বুঝে যাও যে আমি মরে যাব। আরে ভাই, ওর চেয়ে বেশী তাে এখানে ক্রোধ করলে মারা যাও, কিন্তু এই ছবি নজরে আসে না আর। ওটা খােলাখুলি দেখা যায়, এইটুকুই পার্থক্য। ওখানে রাস্তায় তাে মারামারি করাে না? ক্রোধ করাে না। সামনের লােকের ভুল সত্ত্বেও ?
প্রশ্নকর্তা ঃ না। দাদাশ্রী ও ওইরকমই জীবনেও বুঝে নেওয়ার প্রয়ােজন আছে।
পরিণাম তাে কজেজ (কারণ) বদলালেই বদলাবে
এক ভাই আমাকে বললাে যে, ‘অনন্ত জন্ম থেকে তাে ক্রোধ দূর করেই যাচ্ছি, তবুও তা শেষ হয় না কেন? আমি বললাম, তুমি ক্রোধকে দূর করার উপায় জানাে না বােধহয়। তখন সে বললাে, “ক্রোধ দূর করার উপায় তাে শাস্ত্রে লেখা আছে, সে সবই করি, তাও তাে ক্রোধ যায় না। আমি বললাম, ‘সম্যক উপায় হওয়া চাই। তখন সে বললাে, ‘সম্যক উপায়। তাে অনেক পড়েছি, কিন্তু তার কিছুই কাজে আসে নি। আমি আবার বললাম, ক্রোধকে বন্ধ করার উপায় খোঁজা মূখতা, কেননা ক্রোধ তাে পরিণাম (result)। যেমন ধরাে তুমি পরীক্ষা দিয়েছাে আর তার রেজাল্ট
[ ১৬ ]।