________________
৮২
উত্তরাধ্যয়ন সূত্র (লােমহর্ষ =রােমাঞ্চ, মৃত্যুভয় হইতে উৎপন্ন রােমাঞ্চ) বিণএজ্জ (বিনাশ করিবে=দূর করিবে, (এবং) দেহস্স (দেহের) ভেয়ং (ভেদ= বিনাশ ) কংখএ ( আকাঙ্ক্ষা করিবে ) ॥৩১। | তৎপরে (কয়াদি উপশম করিবার পর) মরণের অভিপ্রায় হইলে (এখন মৃত্যু হওয়া উচিত এরূপ ইচ্ছা হইলে) শ্রদ্ধাবান্ সাধু গুরুর নিকট গমন করিয়া মরণভয়ােৎপন্ন রােমাঞ্চকে দূর করিবে এবং শরীরের বিনাশ আকাঙ্ক্ষা করিবে ॥৩১||
অহ কলংমি সংপত্তে, আঘায়ায় সমুসয়ং।
সকামমরণং মরঈ, তিময়রং ৪ মুণী ॥২॥ ত্তি বেমি। অহ (তৎপরে) কালংমি (মৃত্যুকাল ) সংপত্তে (সম্প্রাপ্ত হইলে উপস্থিত হইলে) সমুসসয়ং (সমুচ্ছ য়=শরীর অভ্যন্তরের কার্মণ শরীর ও বাহিরের ঔদারিক শরীর ) আঘায়ায় (বিনাশ করিবার জন্য ) মুণী (মুনি) তিহ্নং (তিন প্রকারের ) ( মধ্যে ) অগ্নয়রং (অন্যতর যে কোন এক প্রকারের) সকামমরণং (সকাম মরণ = ইচ্ছাপূর্বক মরণ (এর দ্বারা) মরঈ (মৃত্যুপ্রাপ্ত হয় ) ॥৩২| এইরূপ বলিতেছি। | তৎপরে মৃত্যুকাল উপস্থিত হইলে কাৰ্মণ ও ঔদারিক শরীরকে বিনাশ করিবার জন্য মুনি তিনপ্রকার সকাম মরণের মধ্যে যে কোন একপ্রকার ইচ্ছামরণের দ্বারা মৃত্যুপ্রাপ্ত হয় ॥৩২৷ এইরূপ বলিতেছি ।
ইতি অকামমরণীয়ং, পঞ্চম অধ্যয়ন।
১। “বিনাশায়” টীকা ১।
২। “সমুচ্ছয়ং’ টীকা ৩। “সমুচ্ছ -য়মভ্যন্তরশরীরং বাহ্যশরীরং চ, অভ্যন্তরং কামণশরীরং বাহমৌদারিকশরীরং” টীকা ১।
৩। “মরতি টীকা ৩।
৪। “ত্রীণি সকামমরণানীমানি ১। ভক্তপরিজ্ঞাভক্তপ্রত্যাখান ২। ইংগিনী ৩। পাদপােপগমনাখানি। যত্র ১। ভক্ত ত্রিবিধস্য চতুর্বিধস্ত চাহারস্য প্রত্যাখ্যানং ২। যত্র মণ্ডলং কৃত্বা মধ্যে প্রবিষ্ণ মণ্ডলদ্বহির্ণ নিঃস্ৰীয়তে তদিঙ্গিনী মরণং ৩। যত্র ছিন্নবৃক্ষশাখাবদেকেন পার্শ্বেন নিপত্যতে পার্শ্বস্ত পরাবর্তো ন ক্রিয়তে তৎপাদপােপগমনং” টীকা ১।