________________
অকামমরণীয়
পঞ্চম অধ্যয়ন
অগ্নবংসি মহােহংসি, এগে তিন্নে দুরুত্তর।
তথ এগে° মহাপরে, ইমং পহ্নমুদাহরে ॥১|| এগে (কোন এক পুরুষ বা পুরুষগণ) মহােহংসি (মহাপ্রবাহযুক্ত=উত্তাল তরঙ্গযুক্ত) দুরুত্তরং (দুরুত্তর = দুস্তর) অগ্নবংসি (অর্ণবের=সংসাররূপী মহাসমুদ্রের) তিন্নে (পরপারে উত্তীর্ণ হইয়াছেন) তখ (সেখানে) এগে (এক =এক অদ্বিতীয় তীর্থঙ্কর মহাবীর) মহাপগ্নে (মহাপ্রাজ্ঞ ) ইমং ( নিম্নবর্ণিত) পহ্নং (প্রশ্ন =প্রশ্নের উত্তর) উদাহরে ( বলিয়াছেন ) ॥১॥
উত্তালতরঙ্গ সমাকীর্ণ অর্থাৎ নানা প্রকার জন্মান্তর সমাকুল, দুস্তর ভবপারাবার বহু মহাপুরুষগণ উত্তীর্ণ হইয়াছেন। সে স্থলে এক মহা প্রজ্ঞাবান। তীর্থঙ্কর মহাবীর নিম্নবর্ণিত প্রশ্নসমূহের উত্তর প্রদান করিয়াছেন ॥১॥
সংতিমে অ দুবে ঠাণা, অকথায় মারণংতিয়া।
অকামমরণং চেব, সকামমরণং ৪ তহা ॥২|| মারণংতিয়া ( মারণান্তিক=মরণাবস্থায় উৎপন্ন, মৃত্যুকালে উৎপন্ন ) ইমে (এই) দুবে (দুই) ঠাণা (স্থান = স্থিতি) অকৃখায়া সংতি (আখ্যাত হইয়াছে) অকামমরণং (অকাম মরণ) তহা (তথা) সকামমরণং (সকাম মরণ)।২
১। “একে মহাপুরুষঃ গৌতমদয়ে ঘতিকর্মরহিতা” টীকা ১। “একো রাগাদিরহিত গৌতমাদিঃ” টীকা ২।
২। “তরই' টীকা ৩।
৩। “একস্তস্মিন্ কালে অত্র ভরতক্ষেত্রে এক তীর্থঙ্কর বিদ্যামানত্বাদেকো মহাবীরঃ” টীকা।
৪। মরণ সপ্তদশ প্রকার ; ১ আবীচী মরণ ২ অবধি মরণ ৩ অন্তিম মরণ ৪ বলয় মরণ ৫ বশর্ত মরণ ৬ অন্তঃশল্য মরণ ৭ তদ্ভবমরণ ৮ পণ্ডিতমরণ ৯ বালমরণ ১০ মিশ্রমরণ ১১ ছদ্মস্থ মরণ ১২ কেবলী মরণ ১৩ বিহায়স মরণ ১৪ গৃদ্ধপৃষ্ট মরণ ১৫ ভক্তপরিজ্ঞা ১৬ ইঙ্গিনী মরণ ১৭ পাদপােপগমন মরণ টীকা ১।