________________
1/0
বর্তমানে প্রচলিত ৪৫ সংখ্যক আগমের তালিকা নিম্নে প্রদত্ত হইল ৷
অংগ ( অঙ্গ )—একাদশ
১।
२ ।
আয়ার ( আচার )
সুয়গড় ( সূত্রকৃত )
৩ । ঠাণ ( স্থান )
81
সমবায় ( সমবায় )
৫ । বিয়াহ (বিবাহ) পদ্মত্তি ( বিবাহ প্রজ্ঞপ্তি, ব্যাখ্যা প্ৰজ্ঞপ্তি বা
ভগবতী )
ণায়াধম্মকহা (জ্ঞাতাধর্মকথা )
৬।
৭। উবাসগদসা ( উপাসকদশ )
৮। অংতগড়দসা ( অস্তক্বদ্দশা )
৯। অণুত্তরোববাইয়দসা ( অনুত্তরোপপাতিকদশা )
পণহাবাগরণ ( প্রশ্নব্যাকরণ )
১০।
১১। বিবাগসূয় ( বিপাকশ্রুত )
দিগম্বরগণ এই সমস্ত অঙ্গ গ্রন্থের নাম স্বীকার করেন কিন্তু বর্তমানে প্রচলিত গ্রন্থগুলিকে প্রকৃত অঙ্গ বলিয়া স্বীকার করেন না ৷ তাহাদের মতে সমস্ত অঙ্গ শাস্ত্র বিলুপ্ত হইয়া গিয়াছে ৷
উবংগ ( উপাঙ্গ ) – দ্বাদশ
১। উববাইঅ ( ঔপপাতিক ) ২। রায়পসেণইয় ( রাজপ্রশ্নীয় )
৩।
জীবাজীবাভিগম ( জীবাজীবাভিগম ) পন্নবণা ( প্রজ্ঞাপনা )
81
৫। জংবৃদ্দীবপন্নত্তি ( জম্বুদ্বীপপ্রজ্ঞপ্তি ) ৬ । চংদপন্নত্তি ( চন্দ্রপ্রজ্ঞপ্তি )
৭। সুরপন্নত্তি ( সূর্য প্রজ্ঞপ্তি )
৮। ণিরয়াবলিয়া ( নিরয়াবলিকা ) ৯। কল্পবদংসিয়া ( কল্পাবতংসিকা )
অথবা
কপিয়া ( কল্পিকা )