________________
৫৪।
উত্তরাধ্যয়ন সূত্র সেই দেবগণ দেবলােকে স্বমর্যাদানুযায়ী স্থানে বাস করিয়া আযুক্ষয়ে স্বর্গ হইতে চ্যুত হইয়া মনুষযােনিতে উৎপন্ন হয়। এবং মনুষ্যজন্মে নিম্নবর্ণিত দশ প্রকার ভােগােপকরণ প্রাপ্ত হয় ॥১৬||
| খেত্তং বং হিরং চ, পসবাে দাস পােসং।
চত্তারি কামখংধাণি, তখ সে উববজ্জঈ ॥১৭। (যেখানে) খেত্তং (ক্ষেত্র = গ্রাম উদ্যানাদি ) বখ (বাস্তু = গৃহ ) চ (এবং) হিরম্নং (হিরণ্য =সুবর্ণ, রৌপ্য প্রভৃতি) পসবাে (পশুসমূহ =হস্তী, অশ্ব প্রভৃতি) দাসপপারুসং (দাস, দাসী দ্বারবান আদি) (এই) চত্তারি (চারিপ্রকার =ক্ষেত্ৰবাস্তু এক, সুবর্ণাদি দুই, পশুসমূহ তিন ও দাসদাসী চার ) কামখংধাণি (কামস্কন্ধ=কাম্য সামগ্রী) ( থাকে) তখ (সেইস্থানে=সেই কুলে) সে (সেই স্বর্গ হইতে চ্যুত দেব ) উববজ্জঈ =জন্মগ্রহণ করে ) ॥১৭। | যেখানে সুশােভন উদ্যান ও গৃহ, সুবর্ণরৌপ্যের প্রাচুর্য, হস্তী অশ্বাদি পশু ও দাসদাসী পদাতিকাদি এই চারিকার কাম্যবস্তু থাকে সেই কুলে সেই স্বর্গচ্যুত দেব জন্মগ্রহণ করে ( দশাঙ্গ ভােগােপকরণের মধ্যে প্রথম অঙ্গের বর্ণনা করা হইল ) |১৭||
মিত্তবং ণাইবং হােই, উচ্চাগােএ য় বন্নবং। অপ্পায়ংকে মহাপণে, অভিজাএ জসসা বলে ॥১৮||
(সেই দেব ) মিত্তবং ( মিত্রবান্=যাহার মিত্র আছে) গাইবং (জ্ঞাতিমান্ = যাহার আত্মীয় স্বজন আছে ), উচ্চাগােএ (উচ্চ গােত্রে উৎপন্ন =উচ্চকুলে জাত), ববং (বর্ণবা=সদ্বর্ণযুক্ত শরীরধারী) অপ্পয়ংকে (অল্লাতঙ্ক = নীরােগ) মহাপগ্নে (মহাপ্রাজ্ঞ ) অভিজাএ ( অভিজাত= বিনীত) জসস ( যশস্বী) বলে (বলী=বলবান্ ) হােই (হয় ) ॥১৮||
সেই দেব মিত্র, জ্ঞাতি সমন্বিত, উচ্চকুলােৎপন্ন, সদ্বর্ণযুক্ত শরীর ধারী,
১। খিত্তং টীকা ১ ও ৩। ২। “চটকচেটী পত্তিপ্রমুখাদিকং” টীকা ১। ৩। উচ্চাগোতে’ টীকা ৩। ৪। অভিজায়’ টীকা ৩।