________________
চাতুরঙ্গীয় তৃতীয় অধ্যয়ন
চত্তারি পরমংগাণি, দুল্লহাণীহ জন্তুণো ৷ মাণুসত্তং সুঈ সদ্ধা, সংয়মংমি য় বীরিয়ং ॥১॥
মানুসত্ত ( মনুষ্যত্ব= মনুষ্যজন্ম ) সুঈ ( শ্রুতি=ধর্মশ্রবণ ) সদ্ধা ( শ্রদ্ধা = ধর্মে শ্রদ্ধা ) য় ( এবং ) সংযমংমি ( সংযমে = সাধুর আচার পালনে ) বীরিয়ং ( বীর্য = শক্তি, সামর্থ্য ) ( এই ) চত্তারি ( চারি প্রকার ) পরমাং গাণি ( উৎকৃষ্ট অঙ্গ=শ্রেষ্ঠ মোক্ষ সাধনোপায় ) ইহ ( এখানে = এই সংসারে ) জন্তুণো ( প্রাণিগণের ) দুল্লহাণী ( দুর্লভ ) ॥১॥
এই সংসারে মোক্ষসাধনের চারিটী প্রধান উপায়—যথা মনুষ্যজন্ম, ধর্মশ্রবণ, ধর্মে শ্রদ্ধা ও সংযম পালনে সামর্থ্য। এই সমস্ত প্রাণিগণের পক্ষে অত্যন্ত দুর্লভ ॥১॥
সমাবন্না ণং সংসারে, ণাণাগোত্তাস্থ জাইসু
কম্মা ণাণাবিহা কট্ট, পুঢ়ো বিসংভিয়া' পয়া ৷২৷
পয়া (প্রজা=জীবসমূহ ) ণাণাবিহা ( নানা প্রকার ) কম্মা ( কর্ম ) কটু, ( করিয়া ) পুঢ়ো (পৃথক্ পৃথক্ = ভিন্ন ভিন্ন ) ণাণাগোত্তাসু ( বহুবিধ গোত্র= বহুবিধ নামে) জাইসু ( বহুবিধ জাতিতে ) ( উৎপন্ন হইয়া ) বিসংভিয়া ( বিশ্বভৃৎ=বিশ্বে বিস্তার পাইয়া=বিশ্বপূর্ণ করিয়৷ ) সমাবন্ধা ( আছে ) ॥২॥ জীবসমূহ নানাবিধ কর্ম করিয়া ভিন্ন ভিন্ন নানাপ্রকার নাম ও জাতিতে উৎপন্ন হইয়া সমস্ত জগৎ পূর্ণ করিয়া আছে ॥২॥
এগয়া দেব লোএস্থ নরএস্থ বি এগয়া ।
এগয়া আসুরং৺ কায়ং অহাকম্মিহিং গচ্ছঈ ॥৩॥
এগয়া ( একদা = কোন সময়ে) দেবলোএস্থ ( দেবলোকে ) এগয়া ( কোন
১। “বিশ্বং জগৎ বিভ্রতি পুরয়ন্তি ক্বচিৎ কদাচিৎ উৎপত্ত্যা সর্বজগৎব্যাপনেন বিশ্বভূতঃ” টীকা ৩ ৷
২। দেবযোনি প্রাপ্ত যে সমস্ত জীব জ্যোতিষ্ক মণ্ডলের বহু ঊর্দ্ধে সৌধর্ম, ঐশান, সানৎকুমার,