________________
পরীষহ অধ্যয়ন
৪৫ | উপবােক্ত পরীষহসমূহ মহাবীর স্বয়ং জ্ঞাত হইয়া বর্ণনা করিয়াছেন, যাহা ভিক্ষুগণ সম্যক্রূপে উপলব্ধি ও আয়ত্ত করিবে এবং কোনও পরীষহ কতৃক কোনও স্থানে বা কোনও সময়ে আক্রান্ত হইলে অভিভূত হইয়া সংযম হইতে ভ্রষ্ট হইবে না ॥৪৬|| এইরূপ বলিতেছি।
ইতি পরীষহঅধ্যয়ন, দ্বিতীয় অধ্যয়ন