________________
৪ ০
উত্তরাধ্যয়ন সূত্র।
আরিং (আর্য ) অণুরং (অনুত্তর= প্রধান, শ্রেষ্ঠ ) ধম্মং (ধর্ম) (প্রাপ্ত) নিরাপেহী (নির্জরাপেক্ষী=কর্মক্ষয়াভিলাষী ) (সাধু মল পরীষহ) বেএঞ্জ ( সহ করিবে ) জাব (যে পর্যন্ত) সরীরভেও ত্তি (শরীরভেদ=শরীরপাত, মৃত্যু) (হয়, সে পর্যন্ত) কাণ (শরীরে) জন্নং (কঠিনতাপন্ন মল =শরীরলগ্ন শুষ্ক মল) ধারএ (ধারণ করিবে ) ৩৭ | শ্রেষ্ঠ ও সর্বোত্তম ধর্মপ্রাপ্ত কর্মক্ষয়াভিলাষী সাধু মল পরীষহ সহ্য করিবে। যে পর্যন্ত শরীরপাত না হয় শরীরে সঞ্চিত মল ধারণ করিবে অর্থাৎ গাত্র পরিষ্কার করিবে না ॥৩৭ ॥
| ইতি মলপরীষহ অভিবায়ণ মভুঠ ঠাণং, সামী কুজ্জা ণিমংতণং।
জে তাইং পড়িসেবংতি, ন তেসিং পীহ মুণী ॥৩৮|| সামী (স্বামী = রাজাদি উচ্চপদস্থ ব্যক্তিগণ) অভিবায়ণং ( অভিবাদন ) অভুষ্ঠাণং (অভ্যুত্থান =সসমে আসন হইতে উখিত হওয়া ) (ও) নিমংতণং ( নিমন্ত্রণ =ভিক্ষা গ্রহণ করিতে নিমন্ত্রণ ) কুজ্জা (করে)। জে (যে সাধু ) তাইং (সেই অভিবাদনাদি ) পড়িসবংতি ( স্বীকার করেন) তেসিং (সেই)। ( সাধুগণকে) মুণী ( জ্ঞানবান্ সাধু) ন পীহএ (স্পৃহা করিবে না=অনুমােদন করিবে না) ॥৩৮|| | রাজাদি বা অন্য রাজপুরুষ যদি সাধুকে বন্দনা ও সৎকার করিয়া আহার গ্রহণের জন্য নিমন্ত্রণ করেন তবে যে সমস্ত সাধু সেইরূপ নিমন্ত্রণ স্বীকার করেন জ্ঞানী সাধু তাহা শাস্ত্ৰাজ্ঞাবিরুদ্ধ জানিয়া অনুমােদন করিবে না ॥৩৮||
অণুকসাঈ অগ্নিচ্ছে, অগ্নাসী অললালু।
রসেসু নাণুগিজ্জিজ্জা, নানুতপ্লিজ্জ পঃবং ॥৩৯ অণুকসাঈ ( অনুৎকশায়ী=মানাপমানে নিরপেক্ষ ) অগ্নিচ্ছে ( অল্পেচ্ছ= নির্লোভ ) অগ্নাসী (অজ্ঞাতৈষী=অপরিচিত ব্যক্তির নিকট আহারান্বেষণ। , ১। সংপেহএ’ টীকা ১।
২। “অনুৎকশায়ী সৎকারাদিন হর্ষরহিতস্তাদ শে। ভবেৎ, নৎকোহমুৎকঃ শেতে ইত্যেবংশীলােহনুৎকশায়ীতি শব্দার্থ, যত্র কশ্চিদানদানাভআননিমন্ত্রণাদিকং করােতি তত্র গমনায় উৎকোন ভবতি, উৎকণ্ঠিততা ন ভবতি, অথবাণুকষায়ী, সৎকারাদিকং যাে ন করােতি তস্মৈ ক্রোধমকুর্বাণোহক্রোধ” টীকা ১। তুলনা—‘অনিসাবাে’ ধম্মপদ ৯।