________________
৪০৬
উত্তরাধ্যয়ন সূত্র লােগপঙ্গবস (লােকপ্রদীপ) ত (তাহার=ভগবান মহাবীরের) ভয়বং গােয়মে ণামং (ভগবান্ গৌতম নামে=ইন্দ্রভূতি গৌতম নামে) বিজ্জাচরণপারগে (জ্ঞান ও চারিত্রসম্পন্ন) মহাজসে (মহাযশস্বী) সীসে (শিষ্য) আসি ( ছিলেন) ॥৬
লােকপ্রদীপ ভগবান্ মহাবীরের ভগবান্ ইন্দ্রভূতি গৌতম নামে জ্ঞান ও চারিত্রসম্পন্ন মহাযশস্বী শিষ্য ছিলেন ॥৬
বারসংগবিউ বুদ্ধে, সীসসংঘসমাউলে।
গামাণুগামং রীয়তে, সে বি সাবখিমাগএ ৭ বারসংগবিউ (দ্বাদশাঙ্গবিং) বুদ্ধে (বুদ্ধ=তত্ত্বজ্ঞ ) সীসসংঘসমাউলে ( শিষ্যবর্গ পরিবৃত) (হইয়া) সে বি (তিনিও=গৌতমও) গামাণুগামং রীয়তে (গ্রামাগ্রামে বিচরণ করিতে করিতে) সাবখিমাগএ (শ্রাবস্তী নগরীতে উপনীত হইলেন) ॥৭॥
দ্বাদশাঙ্গবিৎও তত্ত্বজ্ঞ ভগবান্ গৌতমও শিষ্যবৃন্দ পরিবৃত হইয়া গ্রামাগ্রামে বিচরণ করিতে করিতে শ্রাবস্তী নগরীতে উপনীত হইলেন ॥৭॥
কোঠগং নাম উজ্জাণং, তম্মি ণয়রমংডলে।
ফাসুএ সিজ্জংথারে, তখ বাসমুবাগ ॥৮ | ( শব্দার্থ, সূত্র ৪নং অনুযায়ী) | সেই শ্রাবস্তী নগরীর পরিসীমার মধ্যে কোষ্ঠক নামক উদ্যান ছিল। সেই উদ্যানে জীবরহিত আবাসস্থান ও শয়ন করিবার জন্য শিলা বা কাষ্ঠফলকাদি সংগ্রহ করিয়া বাস করিতে লাগিলেন ॥৮||
কেসীকুমারসমণে, গােয়মে য় মহাজসে।
উভও বি তথ বিহরিংসু, অল্পীণা সুসমাহিয়া ॥ মহাজসে (মহাযশস্বী ) কেসীকুমারসমণে (কেশীকুমার শ্রমণ ) য় (ও) গােয়মে (গৌতম ) উভও বি ( উভয়েই ) অল্পীণা ( আলীন=মন, বচন ও
১। “বিহরংসু’ টীকা ২। ২। আলানা’ টীকা ১। “মনােকায়াগুপ্তিদাশ্রিতৌ” টীকা ১।