________________
উত্তরাধ্যয়ন সুত্র
রাজীমতী ও রথনেমি উভয়েই উগ্র তপস্যাচরণ করিয়া কেবল জ্ঞানসম্পন্ন হইলেন ও সমস্ত কর্মকে ক্ষয় করিয়া সর্বশ্রেষ্ঠ মুক্তি প্রাপ্ত হইলেন ॥৪৮॥
800
এবং করেংতি সংবুদ্ধা, পংডিয়া পবিয়ত্থণা ৷
বিণিয়টুংতি ভোগেস্থ, জহা সো পুরিসুত্তমো ॥৪৯॥* ত্তি বেমি ॥ সংবুদ্ধা ( সংবুদ্ধ ) পংডিয়া ( পণ্ডিত ) পবিখণা ( প্রবিচক্ষণ ) ( পুরুষগণ ) এবং করেংতি ( এইরূপ করেন) (ও) ভোগেসু ( বিষয়ভোগ হইতে ) বিণিয়টংতি ( বিনিবর্তন্তে=নিবৃত্ত হন ) জহা ( যেরূপ ) সো পুরিসুত্তমো ( সেই পুরুষোত্তম রথনেমি ) ( হইয়াছিলেন ) ॥৪৯৷ ত্তি বেমি ( এইরূপ বলিতেছি ) ।
সংবুদ্ধ, পণ্ডিত ও বিচক্ষণ পুরুষগণ এইরূপ আচরণ করিয়া বিষয়ভোগ হইতে নিবৃত্ত হন, যেমন সেই পুরুষোত্তম রথনেমি হইয়াছিলেন ॥৪॥ এইরূপ বলিতেছি ৷
ইতি রথনেমীয়, দ্বাবিংশ অধ্যয়ন
*
এই অধ্যয়নের ৪২, ৪৩, ৪৪, ৪৬ ও ৪৯ সূত্রগুলি “দশবৈকালিক সূত্রে'র দ্বিতীয় অধ্যায়ে
৭, ৮, ৯, ১০ ও ১১ সূত্রের সহিত অভিন্ন।