________________
উত্তরাধ্যয়ন সূত্র
কাসবেণং ( কাশ্যপগোত্রীয় মহাবীরের দ্বারা ) পবেইয়া (প্ররূপিত) পরীসহাণ ( পরীষহসমূহের ) পবিভত্তী ( প্রবিভক্তি=বিভাগ ) তং ( তাহা ) ভে ( তোমাদের নিকট ) উদাহরিস্সামি ( বলিতেছি ) মে ( আমার কথা ) আনুপুব্বিং ( অনুক্রমে =ক্রমান্বয়ে ) সুণেহ ( শ্রবণ কর ) ॥১॥
হে শিষ্য, কাশ্যপগোত্রীয় মহাবীর পরীষহসমূহের বিভাগ যেরূপ প্ররূপিত করিয়াছেন তাহা তোমাদের নিকট বলিতেছি, ক্রমান্বয়ে শ্রবণ কর ॥১॥
28
দিগিংছা' পরিগএ দেহে, তবসী ভিক্ থামবং ন ছিংদে ন ছিংদাবএ, ন পত্ৰ ন পয়াবএ ॥২॥
তবসী ( তপস্বী ) থামবং ( মনোবলযুক্ত = দৃঢ়মনা) ভিক্ (সাধু) দেহে (শরীরে) দিগিংছা ( ক্ষুধা ) পরিগএ (ব্যাপ্ত হইলে = অভিভূত হইলে ) ( স্বয়ং ) ন ছিংদে (ছেদন করিবে না=ফলাদি কাটিবে না) ন ছিংদাবএ ( ছেদন করাইবে না ) ন পত্র ( স্বয়ং পাক করিবে না ) ( বা) ন পয়াবএ ( অন্যের দ্বারা পাক করাইবে না ) ॥২॥
তপস্বী দৃঢ়মনা সাধু ক্ষুধা দ্বারা অভিভূত হইলেও স্বয়ং ফলাদি কাটিয়া বা অন্যের দ্বারা কাটাইয়া খাইবে না, অথবা স্বয়ং অন্নাদি রন্ধন করিয়া, বা অন্যের দ্বারা রন্ধন করাইয়া খাইবে না ॥২॥
কালীপব্বংগসংকাসে, কিসে ধমণিসংতএ।
মায়গ্নে অসণপাণস্স, অদীণমণসো চরে ॥৩॥
( তপস্বী সাধু ) কালীপঝংগসংকাসে ( কালীপর্বাঙ্গসংকাশ= কাকজঙ্খার পর্ব যেমন মধ্যে শীর্ণ ও অন্তঃভাগে স্থূল তদ্রূপ অঙ্গ যাহার অর্থাৎ অস্থিচর্মাবশেষ ) কিসে (ক্লশ ) ধমণিসংতএ ( শিরাকীর্ণ ) ( অঙ্গ হইলেও ) অসণপাণস ( অন্নজলের ) মায়গ্নে ( মাত্রাজ্ঞ= পরিমাণের জ্ঞাতা) অদীণমণসো ( দীনমনা না হইয়া = ব্যাকুলিত চিত্ত না হইয়া) চরে ( সংযম পালন করিবে )॥৩॥ তপস্বী সাধু ঘোর তপস্যার দ্বারা কৃশ, অস্থিচর্মসার ও শিরাকীর্ণ শরীর হইলেও আহারলোলুপতা ত্যাগ করিয়া পরিমিত আহার সেবনপূর্বক অব্যাকুলচিত্তে সংযম পালন করিতে থাকিবে ॥৩||
ইতি দিগিংছাপরীষহে
১। ‘দিগংছা’ টাকা ১ ৷