________________
৩৮৪
উত্তরাধ্যয়ন সূত্র
সব্বোসহীহিং বিও, কয়কোউয়মংগলাে।
দিব্বজুয়লপরিহিও, আহরণেহিং বিভূসিও ন| ( কুমার অরিষ্টনেমিকে) সব্বোসহীহিং হবিও (সবৌষধির দ্বারা স্নান করাইয়া) কয়কোউয়মংগলাে ( কৃতকৌতুকমঙ্গল =ললাটে তিলকাদি ধারণ ও দধি, দূর্বা, অক্ষতাদির দ্বারা মঙ্গলাচরণ করাইয়া) দিব্বজুয়লপরিহিও (দিব্যযুগল বস্ত্র পরিধান করাইয়া) আহরণেহিং বিভূসিও (আভরণের দ্বারা বিভূষিত ) ( করা হইল ) ||||
কুমার অরিষ্টনেমিকে সর্বোষেধির দ্বারা স্নান, ললাটে তিলকাদিধারণ ও দধি, দুর্বা, অক্ষতাদির দ্বারা মঙ্গলাচরণ করাইয়া, উত্তম বস্ত্রযুগল পরিধান এবং আভরণের দ্বারা বিভূষিত করা হইল ॥৯॥
মত্তং চ গংধহখিং চ, বাসুদেব জিঠগং।
আরূঢ়ো সােহএ অহিয়ং, সিরে চূড়ামণী জহা ॥১০ | বাসুদেব (বাসুদেবের) জিঠগং (জ্যেষ্ঠক=প্রধান, পট্টহস্তী) মত্ত গংধহখিং (মত্তগন্ধহস্তীতে) আরূঢ়ো (আরূঢ় ) ( হইয়া) চূড়ামণী ( চূড়ামণি =মস্তকের অলঙ্কার বিশেষ, মুকুটেস্থিত মণি ) জহা ( যেরূপ ) সিরে (শিরে ) (শশাভা পায় তােপ ) অহিয়ং ( অধিক) সােহএ (শােভা পাইতে লাগিলেন) ॥১৫
| নেমি কুমার বাসুদেব কৃষ্ণের প্রধান মত্তগন্ধ হস্তীতে আরূঢ় হইয়া মস্তকের মুকুটে স্থিত মণির ন্যায় অধিকাধিক শােভা পাইতে লাগিলেন ॥১৩||
অহ উসিএণ ছত্তেণ, চামরাহি য় সােহিও। দসারচক্কেণ য় সো, সব্বও পরিবারিও ॥১১।।
১। “জয়াবিজয়াশল্যবিশল্যাঋদ্ধিবৃদ্ধাদিভিঃপিত” টাকা ১।
২। “কৃতানি কৌতুকানি ললাটমুশলস্পর্শনাদীনি মঙ্গলানি দধ্যক্ষতদূর্বাচন্দনবন্দনাদীনি যস্ত স কৃতকৌতুকমঙ্গলঃ” টীকা ২।
৩। “সােহঈ টীকা ১ ও ৩।
৪। দশাহচক্র-সমুদ্রবিজয় প্রমুখ দশ ভ্রাতা ছিলেন। ইহাদের মধ্যে সমুদ্রবিজয় সর্বজ্যেষ্ঠ ও বসুদেব সর্বকনিষ্ঠ। এই দশ ভ্রাতা এবং তাহাদের পুত্রপৌত্রাদি যাদবগণ। ইহারাই দশাহঁচক্র নামে খ্যাত।
৫। “তও’ টীকা ৩।