________________
রথনেমীয়
( অরিষ্টনেমি) বজ্জরিসহসংঘয়ণে (বজ্রষভনারাচসংহননযুক্ত) সমচউরংসদ ( সমচতুর সংস্থানযুক্ত শরীরবিশিষ্ট) ঝসােয়রাে (ঝসােদর =ঝষ অর্থাৎ মৎস্যের উদরের ন্যায় উদর যাহার ) ( ছিলেন) কেসবাে (কেশব= কৃষ্ণ) ত (অরিষ্টনেমির) ভজ্জং (ভার্যা) (করিবার জন্যে ) রাইমঈকং ( রাজীমতী কন্যাকে ) জায়ই (যাচনা করিলেন ) |৬||
অরিষ্টনেমি বজ্রঋষভনারাচ সংহনন বিশিষ্ট অর্থাৎ অত্যন্ত শক্তিশালী ও সমচতুর অর্থাৎ সুবিন্যস্ত শরীর যুক্ত ছিলেন। কেশব অরিষ্টনেমির। ভার্যা করিবার জন্য রাজীমতী কন্যাকে প্রার্থনা করিলেন ৷৬৷
অহ সা রায়বরকন্না, সুসীল চারুপেহিণী।
সব্বলকূখণ সংপন্না, বিজ্ৰসােয়মণিগ্নহা ॥৭॥ অহ ( অথ ) রায়বরকন্না (শ্রেষ্ঠ রাজার কন্যা=উগ্রসেন নামক শ্রেষ্ঠ রাজার কন্যা) সা (সেই রাজীমতী) সুশীলা (সুশীলা) চারুপেহিণী (চারুনয়না ) সব্বলখণ সংপন্না (সমস্ত শুভ লক্ষণসম্পন্না ) বিজুমােয়ামণিপ্লহা (বিদ্যুৎসৌদামিনীপ্রভা= ফুরদ্বিদ্যুৎপ্রভা) ( ছিলেন)। | উগ্রসেন নামক রাজশ্রেষ্ঠের কন্যা রাজীমতী সুশীলা, চারুনয়না, সমস্ত শুভ লক্ষণসম্পন্ন ও স্ফুরবিদ্যুতের ন্যায় প্রভাযুক্তা ছিলেন ॥৭)।
অহাহ জণও তীসে, বাসুদেবং মহড়ঢ়িয়ং।
ইহাগচ্ছউ কুমারাে, জা সে কঃং দলামহং ॥৮|| মহঢ়িয়ং (মহাসমৃদ্ধিশালী) বাসুদেবং (বাসুদেবকে=কৃষ্ণকে) তীসে (তাহার =রাজীমতীর ) জণও ( জনক = পিতা উগ্রসেন) অহাহ (বলিলেন) কুমাররা (কুমার অরিষ্টনেমি) ইহাগচ্ছউ ( এখানে আসুক = আমার গৃহে আসুক) জা ( তাহা হইলে ) সে (তাহাকে ) কমং (কন্যা) দলামহং (প্ৰদান করিব) ॥৮||
মহাসমৃদ্ধিসম্পন্ন বাসুদেব কৃষ্ণকে রাজীমতীর পিতা উগ্রসেন বলিলেন যে, ‘কুমার অরিষ্টনেমি আমার গৃহে আগমন করুক, তাহা হইলে আমার কন্যা প্রদান করিব’ ॥৮
১। সংপুন্না’ টীকা ২। ২। মনিপ্পভা টীকা ৩। ৩। “দদামহং’ টীকা ৩।