SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 396
Loading...
Download File
Download File
Page Text
________________ সমুদ্রপালীয় স ( সেই ) ণাণণাণোবগএ ( জ্ঞানজ্ঞানোপগত=জ্ঞান অর্থাৎ শ্রুতজ্ঞান, তদ্বারা প্রাপ্ত সম্যক্ ক্রিয়ার যে জ্ঞান তদ্বারা উপগত অর্থাৎ যুক্ত= সম্যক্‌ জ্ঞান ও ক্রিয়াযুক্ত ) মহেসী ( মহর্ষি ) অণুত্তরং ( অনুত্তর = প্রধান, শ্রেষ্ঠ ) ধম্মসংচয়ং ( ধর্মসঞ্চয় = ধর্মসমূহ, ক্ষান্তি প্রভৃতি দশবিধ ধর্ম ) চরিউ ( আচরণ করিয়া ) অণুত্তরে ( শ্রেষ্ঠ ) ণাণধরে ( জ্ঞানধর= জ্ঞানসম্পন্ন ) জসংসী ( যশস্বী ) অংতলিখে ( অন্তরীক্ষে=আকাশে ) স্থরিএ ব (সূর্যের ন্যায় ) ওভাসঈ ( অবভাসতে=প্রকাশিত হয়, শোভিত হয় ) ॥২৩ || সেই সম্যক্‌ জ্ঞান ও ক্রিয়াসম্পন্ন যশস্বী মহর্ষি সাধুর দশপ্রকার শ্রেষ্ঠ ধর্ম পালন করিয়া ও সর্বোত্তম জ্ঞান অর্থাৎ কেবল জ্ঞান সম্পন্ন হইয়া আকাশে সূর্য যেমন শোভা পাইতে থাকে তদ্রূপ শোভিত হইতে লাগিল ॥২৩৷৷ ৩৭৯ দুবিহং খবেউণ য় পুরপাবং, ণিরংগণে সব্বও বিপ্লমুক্কো । তরিত্তা সমুদ্দং ব মহাভবোহং৺, সমুদ্দপালে অপুণাগমং গএর ॥২৪॥ ত্তি বেমি ৷৷ দুবিহং ( দ্বিবিধ ) পুন্নপাবং ( পুণ্য ও পাপ=শুভাশুভ প্রকৃতি বিশিষ্ট কর্ম ) খবেঊণ ( ক্ষয় করিয়া ) ণিরংগণে ( নিরঙ্গন = সংযমে নিশ্চল ) সব্বও বিপ্লমুক্কা ( সৰ্ব্বত বিপ্রমুক্ত = সমস্ত প্রকার আসক্তি হইতে মুক্ত) মহাভবোহং (মহাভবৌঘ =মহাভব অর্থাৎ জন্মের ওঘ অর্থাৎ সমূহ = সংসার ) সমুদ্দং ( সমুদ্র ) তরিত্তা ( পার হইয়া ) সমুদ্দপালে ( সমুদ্রপাল ) অপুণাগমং ( অপুনরাগম=যে স্থান হইতে পুনরায় আগমন অর্থাৎ সংসারে জন্মগ্রহণ করিতে হয় না ) গএ ( প্রাপ্ত হইল ) ॥২৪৷ ত্তি বেমি ( এইরূপ বলিতেছি ) । দ্বিবিধ শুভাশুভ প্রকৃতিবিশিষ্ট কর্ম ক্ষয় করিয়া, সংযমে নিশ্চল ও সমস্তপ্রকার আসক্তি হইতে মুক্ত হইয়া সমুদ্রপাল সংসাররূপ মহাসমুদ্র হইতে উত্তীর্ণ হইয়া অপুনরাবর্তনগতি অর্থাৎ মোক্ষগতি প্ৰাপ্ত হইল ॥২৪॥ এইরূপ বলিতেছি ৷ ইতি সমুদ্রপালীয়, একবিংশ অধ্যয়ন ১। দশবিধ সাধুধর্মের ব্যাখ্যার জন্য ২।২৬ সূত্রের পাদটীকা দ্রষ্টব্য। ২। “নির্গতমংগনং চলনং যস্মাস নিরংগনঃ সংযমে নিশ্চলঃ” টীকা ১। ৩। “মহান্তশ্চ তে ভবাশ্চ মহাভবাঃ তেষামোঘঃ সমূহো যত্র স মহাভবৌঘঃ” টীকা ১ । ৪। 'অপুণাগমংগইং” টীকা ১ ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy