________________
উত্তরাধ্যয়ন সূত্র
কয়রে খলু তে বাবীসং পরীসহা সমণেণং ভগবয়া মহাবীরেণং কাসবেণং পবেইয়া, জে ভি সুচ্চা গচ্চা জিচ্চা অভিভূয় ভিখায়রিয়া পরিয়ন্তে। পুটুঠো ন বিণিহণিজ্ঞ। ( জম্বুস্বামী প্রশ্ন করিতেছেন) কয়রে খলু ( কি কি =তাহাদের নাম কি ? ) তে (সেই ) বাবীসং (দ্বাবিংশ =বাইশ) পরীসহ (পরীষহ ) ( যাহা) সমণেণং (শ্ৰমণ ) ইত্যাদি পূর্ববৎ ॥ | জম্বুস্বামী জিজ্ঞাসা করিলেন সেই বাইশ পরীষহ কি কি যাহা শ্ৰমণ ভগবান্ কাশ্যপ গােত্রীয় মহাবীর বিবৃত করিয়াছেন ? যাহা ভিক্ষুগণ শ্রবণ করিয়া, জ্ঞাত হইয়া, অভ্যাসের দ্বারা আয়ত্ত ও পরাজিত করিয়া ভিক্ষাচর্যায় পরিভ্রমণ করিবার সময় সেই সমস্ত পরীষহের দ্বারা অভিভূত হইয়া সংযম হইতে বিচলিত হয় ।
ইমে খলু তে বাবীসং পরীসহা সমণেণং ভগবয়া মহাবীরেণং কাসবেণং পবেইয়া, জে ভিখ সুচ্চা গচ্চা অভিভূয় ভিখায়রিয়া পরিব্বয়ন্তো পুটুঠো ন বিণিহণিজ্জা ॥
( শব্দার্থ পূর্ববৎ ) ইহাই সেই বাইশ পরীষহ যাহা শ্ৰমণ ভগবান কাশ্যপ গােত্রীয় মহাবীর বিবৃত করিয়াছেন যাহা ভিক্ষুগণ শ্রবণ করিয়া:•••• ইত্যাদি পূর্ববৎ ।
১। দিগিংছাপরীসহে= ক্ষুধাপরীষহ। ২। পিবাসাপরীসহে= পিপাসাপরীষহ। ৩। সীয়পরীসহে =শীতপরীষহ। ৪। উসিণপরীসহে =উষ্ণপরীষহ। ৫। দংসমসয়পরীসহে= দংশমশকপরীষহ =দংশ অর্থাৎ উঁশ, বড়
মশা ; মশক অর্থাৎ সাধারণ মশা; তদ্বারা উৎপন্ন কষ্ট ভঁাশ
ও মশার কামড়ের দ্বারা উৎপন্ন কষ্ট। ৬। অচেলপরীসহে=অচেল =বস্ত্রাভাব বা ছিন্ন ও মলীন বস্তু, তজ্জন্য
উৎপন্ন কষ্ট=অচেল পরীষহ। ৭। অরইপরীসহে =অরতিপরীষহ =সংযম পালনে মনে গ্লানি উৎপন্ন
হওয়াকে অরতিপরীষহ কহে। ৮। ইখীপরীসহে =স্ত্রীপরীষহ = স্ত্রীলােকদর্শনে অধৈর্য উৎপন্ন হওয়াকে
স্ত্রীপরীহ কহে।।
মাহ।