________________
পরীষহ অধ্যয়ন
দ্বিতীয় অধ্যয়ন
সুয়ং মে আউসং ! তেণং ভগবয়া এবমক্ক্খায়ং—ইহ খলু বাবীসং পরীসহা সমণেণং ভগবয়া মহাবীরেণং কাসবেণং পবেইয়া' । জে ভিক্ স্বচ্চা ণচ্চা জিচ্চা অভিভূয় ভিক্খায়রিয়াএ পরিব্বয়ংতো পুঠো ন বিণিহণিজ্জা' ॥
আউসং ( হে আয়ুষ্মন্ ) মে সুয়ং ( আমার কর্তৃক শ্রুত হইয়াছে= আমি শ্রবণ করিয়াছি ) তেণং ভগবয়া ( সেই ভগবান কর্তৃক ) এবমায়ং ( এরূপ আখ্যাত হইয়াছে ) । ইহ খলু ( এস্থলে ) বাবীসং (দ্বাবিংশতি=বাইশটী ) পরীসহ। ( পরীষহ ) সমণেণং ( শ্রমণ ) ভগবয়া ( ভগবান ) কাসবেণং (কাশ্যপগোত্রীয় ) মহাবীরেণং ( মহাবীরের দ্বারা) পবেইয়া ( সাক্ষাৎরূপে জ্ঞাত হইয়া বর্ণিত হইয়াছে ) । জে ( যাহা ) ভিক্খ, ( ভিক্ষু=সাধু ) সুচ্চা ( শ্রবণ কয়িয়া ) ণচ্চা (জ্ঞাত হইয়া ) জিচ্চা ( জয় করিয়া=বারংবার অভ্যাসের দ্বারা আয়ত্ত করিয়া ) অভিভূয় ( অভিভূত করিয়া) ভিক্খায়রিয়া ( ভিক্ষাচর্যায়) পরিব্বয়ংতো ( পরিব্রজন করিতে করিতে= পরিভ্রমণ করিবার সময় ) পুঠো ( স্পৃষ্ট=স্পর্শিত, পীড়িত ) (হইয়া ) ন বিণিহশিজ্জা ( বিনাশপ্রাপ্ত হইবে না= সংযম হইতে ভ্ৰষ্ট হইৰে না ) ।
সুধর্মস্বামী জম্বুস্বামীকে সম্বোধন করিয়া বলিতেছেন হে আয়ুষ্মান্ শিষ্য, আমি যেরূপ শ্রবণ করিয়াছি সেই ভগবান মহাবীর কর্তৃক এরূপ আখ্যাত হইয়াছে :—“শ্ৰমণ ভগবান কাশ্যপগোত্রীয় মহাবীর বাইশপ্রকারের পরীষহ স্বয়ং সাক্ষাৎরূপে জ্ঞাত হইয়া বিবৃত করিয়াছেন যাহা ভিক্ষুগণ শ্রবণ করিয়া, জ্ঞাত হইয়া, অভ্যাসের দ্বারা আয়ত্ত করিয়া, জয় করিয়া ভিক্ষাচর্যায় পরিভ্রমণ করিবার সময় সেই পরীষহের দ্বারা অভিভূত হইয়া বিনাশপ্রাপ্ত না হয় বা সংযম পরিত্যাগ না করে ॥
১। “প্রবেদিতাঃ প্রকর্ষেণ স্বয়ং কেবলজ্ঞানেন সাক্ষাৎ জ্ঞাত্বা” টীকা ২ । ২। ‘বিহন্নিজ্জা' টাকা ১। “ন বিহন্যেত সংযমরূপশরীরপাতেনন ম্রিয়েত”