________________
মহানিগ্রন্থীয়
তওহং এবমাহংসু, দুক্খমা হু পুণােপুণে।
বেয়ণ। অণুভবিউং জে, সংসারংমি অণত ৩১ তও (তৎপরে) হং (আমি) এবং (এইরূপ) আহংসু (বলিলাম ) জে ( যে ) বেয়ণ। (বেদনা) অণুভবিউং ( অনুভব করিতে) দুখমা (দুঃক্ষমা = দুঃসহ) ( সেই প্রকার বেদনা) অণংতএ ( অনন্ত) সংসারংমি (সংসারে ) হু ( নিশ্চয়ই ) পুণােপুৰণা ( বারংবার ) ( ভােগ করিয়াছি ) ॥৩১। | তৎপরে আমি এইরূপ বলিলাম যে, যেরূপ বেদনা ভােগ করা দুঃসহ সেইরূপ বেদনা অনন্ত সংসারে অর্থাৎ অনন্ত জন্মে নিশ্চয়ই বারংবার ভােগ করিয়াছি ॥৩১।
সইং চ জই মুচ্চিজ্জা, বেয়ণা বিউল ইও।
খংতত দংতাে ণিরারংভাে, পব্বএ অণগারিয়ং ৩২। জই (যদি) সইং (সকৃৎ =একবার) ইও (এই) বিউলা ( বিপুল =ভীষণ ) বেয়ণা (বেদনা ) মুচ্চিজ্জা ( মুক্ত হই ) ( তবে ) খংততা ( ক্ষান্ত =ক্ষমাবা) দংততা (দান্ত = জিতেন্দ্রিয়) ণিরারংভভ (নিরারম্ভ = হিংসাদি ব্যাপার হইতে রহিত) (হইয়া) অণগারিয়ং (অনগারত্ব =সাধুত্ব) পব্বএ (অবলম্বন করিব =গ্রহণ করিব ) ॥৩২||
যদি একবার এই ভয়ানক বেদনা হইতে আমি মুক্ত হই তবে ক্ষমাবা, জিতেন্দ্রিয় ও হিংসাদি ব্যাপার হইতে বিরত হইয়া শ্ৰমণদীক্ষা গ্রহণ করিব ॥৩২।
এবং চ চিংতইত্তাণং, পসুতো মি পরাহিব।
পরিয়ত্তংতীই রাঈএ, বেয়ণা মে খয়ং গয়া ॥৩৩ শরাহিব (হে নরাধিপ) এবং (এইরূপ) চিংতইত্তাণং ( চিন্তা করিয়া ) পসুতো মি ( আমি প্ৰসুপ্ত হইলাম=নিদ্রিত হইলাম ) (এবং) রাষ্ট্র ( রাত্রি )
১। সয়ং' টাকা ৩। ২। মুংচিজ্জা’ টীকা ৩। ৩। “পব্বইএ’ টীকা ১। ৪। পরিবত্তংতি টীকা ১।