________________
৩০৬
উত্তরাধ্যয়ন সূত্র মহা সমৃদ্ধিসম্পন্ন ) মিয়াপুত্তে ( মৃগাপুত্র) পােরাণিয়ং (পৌরাণিকী =পুরাতন) জাইং (জাতি =জন্ম ) চ (এবং) পুরা কয়ং (পূর্বকৃত=পূর্বাচরিত) সামগ্ন (শ্রামণ্য =সাধুধর্ম, চারিত্র ) সরই ( স্মরণ করিল ) ॥৮|| | জাতিস্মরণ জ্ঞান উৎপন্ন হইলে মহা সমৃদ্ধিসম্পন্ন মৃগাপুত্র পূর্বজন্ম এবং পূর্বাচরিত শ্ৰমণধর্ম স্মরণ করিল ॥৮||
বিসহিং অরজ্জংততা, রজ্জংতত সংযমম্মি য়।
অম্মাপিয়য়ং উবাগম্, ইমং বয়ণমব্ববী ॥ বিসএহিং (বিষয়ে=ভােগবিষয়ে, ভােগ) অরজ্জংততা ( আসক্তিবান না হইয়া) য় (ও) সংজমম্মি (সংযমে) রজ্জংততা ( প্রীতিবান্ হইয়া) অম্মাপিয়র ( মাতাপিতার নিকট) উবাগম্ম ( আগমন করিয়া) ইমং বয়ণং (এইরূপ বচন ) অব্ববী (বলিল ) || | ভােগে অনাসক্ত ও সংযমে প্রীতিবান্ হইয়া মৃগাপুত্র পিতামাতার নিকট আগমন করিয়া এইরূপ বচন বলিল ||||
সুআণি মে পংচ মহব্বয়াণি, ণরএ দুক্খং চ তিরিক্খজোণিস্থ।
ণিব্বিগ্ন কামােহি মহঃবাও, অণুজাণহ পব্বইস্যামি অম্মে ॥১০ || অমাে (হে মাতা) মে ( আমাকর্তৃক) পংচ মহব্বয়াণি (পঞ্চ মহাব্রত) সুআণি ( শ্রুত হইয়াছে =অন্যজন্মে শ্রুত হইয়াছে) পরএসু (নরকে ) চ (ও) তিরিজোণিসু ( তির্যগ যােনিতে) দুক্খং ( দুঃখ ) ( শ্রুত হইয়াছে) মহঃবাও (মহার্ণব হইতে=সংসার সমুদ্র হইতে) নিবিগ্নকামােহি ( নিবৃত্তাভিলাষ হইয়াছি = আমার আসক্তি নিবৃত্ত হইয়াছে) পব্বইমি ( প্রব্রজ্যা গ্রহণ করিব) অণুজাণহ ( আজ্ঞা দেন ) |১০||
হে মাতা, আমি পুর্বজন্মে পঞ্চমহাব্ৰত কি তাহা শুনিয়াছি এবং নরক ও তির্য যােনির দুঃখের কথাও অবগত আছি। আমি সংসাররূপ মহাসমুদ্রের প্রতি বিগততৃষ্ণ হইয়াছি, আমি প্রব্রজ্যা গ্রহণ করিব, আমাকে আজ্ঞা দেন ॥১৩ ||
১। “বিসএসু’ টীকা ১ ও ৩। ২। “মি’ টীকা ২ ও ৩।