________________
২৮
উত্তরাধ্যয়ন সুত্র
ককংডু কলিংগেসু পংচালে ২ য় দুহাে।
শমীরায়া বিদেহেসু, গংধারেসু য়ণগঈ ॥৪৬। কলিংগে (কলিঙ্গদেশে ) ককংডু (করক, রাজা) য় (ও) পংচালে (পঞ্চাল দেশে ) দুম্মুহে ( দ্বিমুখ রাজা) বিদেহেসু (বিদেহ দেশে) শমী রায়া (নমি রাজা) য় (এবং) গংধারে ( গান্ধার দেশে ) ণগঈ (নগাতি রাজা) ( হইয়াছিলেন) ॥৪৬।
কলিঙ্গদেশে করকণ্ড, পঞ্চালদেশে দ্বিমুখ, বিদেহদেশে নমি ও গান্ধারদেশে নগাতি নামক রাজা হইয়াছিলেন ॥৪৬
এএ ণরিংদবসভা, নিকখংতা জিণসাসণে।
পুত্তে রজে ঠবেউণ, সামর্গে পৰ্জ্জুবটুঠিয়া ॥৪৭ এএ (এই চারিজন) শরিংদবস (নরেন্দ্ৰবৃষভ= শ্রেষ্ঠরাজাগণ ) জিণসাসণে জিনশাসনে=জৈন ধর্মে) শিখংতা ( নিষ্ক্রান্ত হইয়াছিলেন =দীক্ষাগ্রহণ করিয়া গৃহত্যাগ করিয়াছিলেন) (এবং) পুত্তে (পুত্রকে ) রজ্জে (রাজ্যে ) ঠবেউণ ( স্থাপন করিয়া) সামর্গে (শ্রামণ্যে =শ্ৰমণধর্মে ) পৰ্জ্জুবটুঠিয়া (পযুপস্থিত হইয়াছিলেন=উদ্যুক্ত হইয়াছিলেন) ॥৪৭
উক্ত চারিজন শ্রেষ্ঠ রাজাগণ জৈনমতে দীক্ষাগ্রহণ করিয়াছিলেন এবং পুত্রকে রাজ্যে স্থাপন করিয়া শ্ৰমণধর্মে উদযুক্ত হইয়াছিলেন ॥৪৭।
সােবীররায়বসভাে, চিচ্চা রজ্জং ৬ মুণী চরে।
উদায়ণণা পব্বইও, পত্তো গইমণুত্তরং ॥৪৮|| সােবীররায়বসভাে (সৌবীর রাজ বৃষভ= সিন্ধুসৌবীর দেশের শ্রেষ্ঠ রাজা)
১। 'কলিংগাণং টীকা ৩। ২। “পংচালণ টীকা ৩। ৩। “বিদেহাণং টীক। ৩। ৪। “গংধারণ’ টীকা ৩। ৫। ঠবিত্তাণং টীক। ৩। এই চারিজন রাজাকে প্রত্যেক বুদ্ধ বলে। ৬। চইত্তাণ’ টীকা ১ ও ৩।
৭। উদ্দায়ণো” টীকা ৩। ইনি সিন্ধু সৌীর দেশের রাজা। সিন্ধুর দক্ষিণ ভাগে অবস্থিত। কচ্ছদেশকে সৌবীর বলা হইত। সিন্ধু ও সৌীর উভয়ে এক রাজার অধীনে থাকায় ইহাকে সিন্ধুসৌবীর বলা হইত। রাজধানীর নাম বীতভয়পুর। উদায়ন সিন্ধুসেবীরাদি যােড়শ প্রদেশের