________________
সঞ্জয়ীয়
২৯৭ সুপরিচ্চাঈ ( সুপরিত্যাগী =ত্যাগী ) জয় ণামাে (জয় নামক একাদশ চক্রবর্তী) জিণখায়ং (জিনাখ্যাত=তীর্থঙ্করের কথিত ) দমং (দম =সংযম ) চরে ( আচরণ করিলেন) (এবং) অনুত্তরং গইং ( মুক্তি) পত্তো (প্রাপ্ত হইলেন) ||৪৩।
সহস্ররাজগণের দ্বারা পরিবৃত ত্যাগী জয় নামক একাদশ চক্রবর্তী রাজা তীর্থঙ্করের কথিত সংযম পালন করিলেন এবং মুক্তিপ্রাপ্ত হইলেন ॥৪৩
দসগ্নরজ্জং মুইয়ং, চইত্তাণং মুণী চরে। | দলভদ্দো ণিখংততা, সখং সঙ্কেণ চোইও |৪৪।
সখং ( সাক্ষাৎ ) সকেণ ( শক্রের দ্বারা=ইন্দ্রের দ্বারা) চোইও (প্রেরিত) ( হইয়া) মুইয়ং ( মুদিত=সমৃদ্ধ ) দসঃজ্জং (দশার্ণ রাজ্য) চইত্তাণং ( ত্যাগ করিয়া) দসগ্নভদ্দো (দশার্ণভদ্র রাজা) ণিকৃখংততা (দীক্ষাগ্রহণ করিলেন) (এবং) মুণী (মুনি=তপস্বী ) ( হইয়া) চরে ( বিচরণ করিলেন) ॥৪৪। | সাক্ষাৎ ইন্দ্রের দ্বার প্রেরণাপ্রাপ্ত হইয়া সমৃদ্ধ দশার্ণরাজ্য পরিত্যাগপূর্বক দশার্ণভদ্র রাজা দীক্ষাগ্রহণ করেন ও তপস্বী হইয়া বিচরণ করিতে লাগিলেন ॥৪৪||
*ণমীণমেই অপ্পাণং, সখং সকেণ চোইও। চইউণ গেহং বইদেহী, সামর্গে পঙ্গুবঠিও ॥৪৫।
(এই সুত্র নবম অধ্যয়নের ৬১ তম ও সে স্থলে ব্যাখ্যা করা হইয়াছে )
সাক্ষাৎ ইন্দ্রের দ্বারা প্রেরণাপ্রাপ্ত হইয়া বিদেহাধিপতি নমী রাজর্ষি নিজের আত্মাকে প্রণাম করিলেন এবং গৃহত্যাগ করিয়া শ্ৰমণধর্মে উদ্যক্ত হইলেন ॥৪৫||
১। দশর্ণদেশের রাজা দশর্ণভদ্র ভগবান মহাবীরের উপদেশে বৈরাগ্য প্রাপ্ত হইয়া রাজ্য ত্যাগ পূর্বক দীক্ষাগ্রহণ করেন। দশার্ণদেশের বিবরণের জন্য ১৩৬ সূত্রের ১নং পাদটীকা দ্রষ্টব্য।
* টীকা ৩। এই সূত্রটাকে প্রক্ষিপ্ত বলিয়াছেন।