________________
বিনয়শ্রুত অধ্যয়ন
( সাধু ) নাইদূরং ( নাতিদূরে ) অণাসন্নে ( নাতি নিকটে ) অগ্নেসিং ( অন্যের = গৃহস্থের ) চফাসও ( চক্ষুর স্পর্শের = দৃষ্টিগোচরে ) ন ( থাকিবে না ) ভত্তঠা ( ভক্তার্থ = ভিক্ষার জন্য ) এগো ( একান্ত ) চিঠি ( থাকিবে ) তং ( তাহাকে= অপর ভিক্ষুকে ) লংঘিত্তা ( উল্লঙ্ঘন করিয়া ) নইক্কমে ( অতিক্রম করিবে না = অতিক্রম করিয়া প্রবেশ করিবে না ) ॥৩৩||
সাধু গৃহস্থের বাড়ীতে ভিক্ষার জন্য যখন গমন করিবে তখন গৃহস্থের অতিদূরে বা অতি নিকটে দাড়াইবে না । এবং যদি অন্য ভিক্ষু সেখানে পূর্বে আসিয়া থাকে তবে গৃহস্থের দৃষ্টিগোচরেও থাকিবে না। কিন্তু ভিক্ষার জন্য একান্তে অবস্থান করিবে। পূর্ব ভিক্ষুকে উল্লঙ্ঘন করিয়া ভিক্ষার জন্য প্রবেশ করিবে না ॥৩৩৷৷
নাইউচ্চে ব ণীএ বা, নাসগ্নে নাইদূরও।
ফাসুয়ং পরকড়ং পিংডং, পড়িগাহিজ্জ সংজএ ॥৩৪॥
১৩
সংজএ ( সংযত= যতি ) নাইউচ্চে ( অতি উচ্চস্থানে নয় ) ব ( এবং ) ণীএ ( নিম্নস্থানে নয়=ভূমিতলের নিম্নস্থ প্রকোষ্ঠে নয় ) নাসগ্নে ( অতি নিকটে নয় ) নাইদূরও বা ( অথবা অতিদূরেও না থাকিয়া ) পর কড়ং ( পরের জন্য কৃত ) ফাসুয়ং ( প্ৰাসুক = জীবজন্তুবর্জিত ) পিংডং ( আহার্য ) পড়িগাহিজ্জ ( প্রতিগ্রহণ করিবে ) ||৩৪||
সাধু অত্যন্ত উচ্চস্থানে বা ভূমিতলের নিম্নে প্রকোষ্ঠাদিতে কিংবা অতি নিকটে বা অতিদূরে না থাকিয়া পরের জন্য প্রস্তুত জীবজন্তুবর্জিত শুদ্ধ আহার গ্রহণ করিবে ॥৩॥
অগ্গপাণেপ্পবীয়ংমি, পড়িচ্ছগ্নংমি সংবুড়ে।
সমযং সংজএ ভুংজে, জয়ং অপরিসাড়িয়ং ||৩৫||
সংজএ ( সংযত ) অল্পপাণে ( অল্পপ্রাণে=প্রাণিশূন্যস্থানে ) অপবীয়ংসি ( অল্পবীজ=উদ্ভিদশূন্য স্থানে ) পরিচ্ছন্নংমি ( আচ্ছাদিত=চন্দ্রাতপাদির দ্বারা আচ্ছাদিত স্থানে ) সংবুড়ে (সংবৃত= চতুষ্পার্শ্ব পরিবৃত স্থানে) সময়ং ( সমক= অন্যান্য সাধুর সহিত ) জয়ং ( যতমনি = মুখের দ্বারা কোন শব্দ উচ্চারণ না করিয়া ) অপরিসাড়িয়ং ( অপরিসাটিত =অন্নকণাদি ভূমিতে না ফেলিয়া ) ভুংজে ( আহার করিবে ) ॥৩৫ ॥