________________
উত্তরাধ্যয়ন সূত্র।
ব্রহ্মচর্যে ইত্যাদি ভ্রষ্ট হইবে পর্যন্ত পূর্ববৎ। অতএব নিগ্রন্থ স্ত্রীর সহিত একাসনে ঔপবিষ্ট হইবে না ॥৩ তৃতীয় সমাধিস্থান। | নাে ইখীণং ইংদিআইং মণণাহরাইং মশােরমাইং২ আলােইত্তা ণিজ্বাইত্তা হবই সে ণিগংথে। তং কহমিতি চে আয়রিয় আহ ণিগগংথ খলু ইখীণং ইংদিয়াইং মণণাহরাইং মশােরমাইং আলােয়মাণ ণিষ্ময়মাণ বংভচেরে সংকা বা কংখা বা বিতিগিচ্ছা বা সমু#জ্জিজ্জা, ভেয়ং বা লভিজ্জা, উম্মায়ং বা পাউণিজ্জা, দীহকালিয়ং বা বােগায়ংকং হবিঞ্জা, কেবলিপগ্নত্তাও বা ধম্মাও ভংসিজ্জা। তম্হা খলু নো নিংথে ইখীণং ইংদিয়াইং মণােহরাইং মশােরমাইং আলােজ্জা ণিজ্বাইজ্জা ॥৪॥
ইখীণং (স্ত্রীর ) মনােহরাইং ( মনােহর) মণণারমাইং ( মনােরম ) ইংদিআইং ( ইন্দ্রিয়সমূহ=নয়নাদি ইন্দ্রিয়) আলােইত্তা ( অবলােকনকারী ) ণিজ্বাইত্তা ( অনুচিন্তনকারী ) হবই (হয়) সে নাে ণিগংথে (সে নিগ্রন্থ নয় ) তং কহমিতি চে (তাহা কিরূপ?) আয়রিয় আহ (আচার্য উত্তর করিলেন) খলু ( নিশ্চয় ) ইখীণং ( স্ত্রীর ) মশােহরাইং ( মনোেহর) মনােরমাইং ( মনােরম) ইংদিয়াইং ( ইন্দ্রিয়সমূহ) আলােয়মাণ ( অবলােকনকারী ) ণিজ্বায়মাণ ( অনুচিন্তনকারী) ণিগংথ বংভয়ারি (নিগ্রন্থ ব্রহ্মচারীর) ( ইত্যাদি) ভংসিজ্জা (ভ্রষ্ট হয়) (পর্যন্ত পূর্ববৎ ) তমহা খলু (অতএব ) শিগগংথে (নিগ্রন্থ সাধু ) ইখীণং ( স্ত্রীর ) মণােহরাইং মণণারমাইং ইংদিয়াইং (মনােহর ও মনােরম ইন্দ্রিয়সমূহ) নাে আলােজ্জা ণিজ্বাইজ্জ। ( অবলােকন বা অনুচিন্তন করিবে না) ॥৪॥
স্ত্রীর মনােহর ও মনােরম নয়নাদি ইন্দ্রিয়সমূহ যে অবলােকন ও অনুচিন্তন করে সে নিগ্রন্থ নয়। তাহা কিরূপ? আচার্য বলিলেন, স্ত্রীর মনােহর ও মনােরম ইন্দ্রিয়সমূহ অবলােকন ও অনুচিন্তন করিলে নিগ্রন্থ ব্রহ্মচারীর ব্রহ্মচর্যে শঙ্কা ইত্যাদি ভ্ৰষ্ট হয় পর্যন্ত পূর্ববৎ। অতএব নিগ্রন্থ স্ত্রীর মনােহর ও মনােরম ইন্দ্রিয়াদি অবলােকন ও অনুচিন্তন করিবে না ॥৪ চতুর্থ সমাধিস্থান।
১। “মনােহরন্তি দৃষ্টমাত্ৰাণ্যাপ্যাক্ষিপন্তীতি মনোহরাণি” টীকা ২। ২। “মনাে রময়ন্তি দর্শনানন্তরমনুচিন্ত্যমানায্যাদয়ন্তীতি মনােরমাণি” টীকা ২।