________________
ব্রহ্মচর্যসমাধিস্থান আহ—ণিগংথ খলু ইখীণং কহং কহেমাণ বংভয়ারিস বংভচেরে সংকা বা কংখা বা বিতিগিচ্ছা বা সমুগ্নজ্জিজ্জা, ভেয়ং বা লভিজ্জ, উম্মায়ং বা পাউণিজ্জা, দীহকালিযং বা রােগায়ংকং হবিজ্জা, কেবলিপগ্নত্তাও বা ধম্মাও ভংসিজ্জা, তম্হা নো ইখীণং কহং কহিজ্জা ॥২॥ | ইঙ্খিণং ( স্ত্রীর ) কহং (কথার) কহিত্তা হবই (কথক হয়। সে নাে ণিগংথে (সে নিগ্রন্থ নয়) তং কহমিতি চে (তাহা কিরূপ ) আয়রিয় আহ (আচার্য বলিলেন) খলু ( নিশ্চয় ) ইখীণং (স্ত্রীর) কহং কহেমাণ ( কথা বলিতে থাকিলে) ণিগংথ বংভয়ারি ( নিগ্রন্থ ব্রহ্মচারীর ) বংভচেরে (ব্রহ্মচর্যে) সংক:••••••••••••••ভংসিজ্জা (পূর্ববৎ ) তহা ( তজ্জন্য । ইথীণং (স্ত্রীর) কহং নাে কহিজ্জা ( কথা কহিবে। ) ॥২॥
যে স্ত্রীর কথা বলে সে নিগ্রন্থ নয়, শিষ্য প্রশ্ন করিল, তাহা কিরূপ? আচার্য বলিলেন স্ত্রীর কথা বলিলে নিগ্রন্থ ব্রহ্মচারীর ব্রহ্মচর্যে শঙ্কা••••••••••• ভ্রষ্ট হয়। অতএব স্ত্রীর কথা বলিবে না ॥২৷ দ্বিতীয় সমাধিস্থান।
| নো ইথীণং সদ্ধিং সন্নিসিজ্জাগএ বিহারিত্তা হবই সে লিগগংথে। তং কহমিতি চে আয়রিয় আহ—ণিগংথ খলু ইখীহিং সদ্ধিং সন্নিসিজ্জাগয়স বংভয়ারিস বংভবচেরে সংকা বা কংখা বা বিতিগিচ্ছা বা সমুগ্নজ্জিজ্জা, ভেয়ং বা লভিজ। উম্মায়ং বা পাউণিজ্জা, দীহকালিয়ং বা বােগায়ংকং হবিজ্জা, কেবলি পগ্নত্তাও বা ধম্মাও ভংসিজ্জা , তম্হা খলু নাে নিংথে ইখীহিং সন্ধিং সন্নিসিজ্জাগএ বিহরিজ্জা ॥৩॥ | ইখীণং সদ্ধিং (স্ত্রীর সহিত) সন্নিসিজ্জাগ ( সন্নিষিদ্যাগত =একাসনে উপবিষ্ট) ( হইয়া) বিহারিত্তা হবই ( অবস্থান করে। সে নাে ণিগংথে (সে নিগ্রন্থ নয়) তং কহমিতি চে (তাহা কিরূপ ) আয়ারিয় আহ ( আচার্য উত্তর করিলেন ) খলু ইখীহিং সদ্ধিং (স্ত্রীর সহিত) সগিসিজ্জাগয়ন্স ( একাসনে উপবিষ্ট হইলে ) ণিগংথসস বংভয়ারি ( নিগ্রন্থ ব্রহ্মচারীর ) ( ইত্যাদি) ভংসিজ্জা (ভ্রষ্ট হয়) পর্যন্ত পূর্ববৎ ) তহ ( অতএব ) খলু (নিশ্চয়) ণিগগংথে ( নিগ্রন্থ সাধু ) ইখীহিং সদ্ধিং সন্নিসিজ্জাগএ নাে বিহরিজ্জা (স্ত্রীর সহিত একাসনে উপবিষ্ট হইবে না) ॥৩ | যে স্ত্রীর সহিত একাসনে উপবিষ্ট হয় সে নিগ্রন্থ নয়। তাহা কিরূপ? আচার্য উত্তর করিলেন, নিগ্রন্থ ব্রহ্মচারী স্ত্রীর সহিত একাসনে উপবিষ্ট হইলে