________________
১০
উত্তরাধ্যয়ন সূত্র (সাধু) পুটুঠো (পৃষ্ট হইয়া) সাবজ্জং (সাবদ্য বাক্য =সপাপ বচন) ন লবিজ্ঞ (বলিবে না) ন নিরঠং ( নিরর্থক বাক্য বলিবে না) ন মম্ময়ং ( মর্মান্তিক বাক্য বলিবে না) অল্পণঠা ( নিজের জন্য ) পরঠা বা (অথবা পরের জন্য ) বা উভয় (অথবা উভয়ের জন্য ) অংতরেণ ( বিনা = প্রয়ােজন বিনা) (বলিবে না) ॥২৫|| | সাধু জিজ্ঞাসিত হইয়া সপাপ, নিরর্থক বা মর্মান্তিক বাক্য বলিবে না। এবং নিজের জন্য, পরের জন্য অথবা স্বপর উভয়ের জন্য বিনা প্রয়ােজনে কথা বলিবে না ॥২৫||
সমরে অগারেং , সংধীস্থ য় মহাপহে।
এগাে এগিখিএ সদ্ধিং, নেব চিটুঠো ন সংলবে |২৬|| সমরে (জঘন্য স্থানে বা কর্মকারশালায়) অগারে (শূন্য গৃহে) সংধীস্থ (দুই গৃহের মধ্যের শূন্য স্থানে) চ (এবং) মহাপহে (রাজমার্গে) এগাে (একাকী) এগিথিএ (এক স্ত্রীলােকের) সদ্ধিং (সহিত) নেব চিঠে (থাকিবে না=বসিবে না ) ( অথবা) ন সংলবে (আলাপ করিবে না) |২৬||
সাধু জঘন্য স্থানে, শূন্য গৃহে, দুই গৃহের মধ্যবর্তী ফাঁকা জায়গায় কিংবা রাজমার্গে একা এক স্ত্রীলােকের সহিত অবস্থান করিবে না বা আলাপ করিবে না॥২৬।
জং মে বুদ্ধাণুসাসংতি, সীণ ফরুসেণ বা।
মম লাভােত্তি পেহা, পয়ও তং পড়িসসুণে ॥২৭ জং ( যাহা) মে (আমাকে) সীএণ (শীতল =মধুর ) বা (অথবা) ফরুসেণ (পরুষ =কঠোর ) (বচনে) বুদ্ধা (গুরু =আচার্যাদি) অণুসাসংতি ( অনুশাস করেন শিক্ষা দেন ) তং (তাহা) মম (আমার) লাভােত্তি (লাভজনক = মঙ্গলজনক এইরূপ) পেহাএ (বুদ্ধি দ্বারা) পয়ও ( প্রযত্ন পূর্বক) পড়িসুণে ( অঙ্গীকার করিবে= পালন করিবে ) ॥২৭
গুরু মধুর বা কঠোর বাক্যে আমাকে যে শিক্ষা দেন তাহা আমার মঙ্গলের জন্য এইরূপ মনে করিয়া সুশিষ্য যত্নের সহিত তাহা পালন করিবে ॥২৭
১। “গর্দভকুটীরেষু লােহকারশালাযু বা” টীকা ১।