________________
২৪৮
উত্তরাধ্যয়ন সূত্র পূজা ও প্রশংসাব্যঞ্জক বাক্য বলিবে না। এই সমস্ত প্রশংসা ও পূজাবাক্যকে বিশেষভাবে জানিয়া ও পরিত্যাগ করিয়া যে সংযম পালন করে সে ভিক্ষু। ( মল্লবংশ, উগ্রবংশ, ভােগবংশ ইত্যাদিকে জৈন শাস্ত্রে উচ্চ ক্ষত্রিয় বংশ বলা হইয়াছে ) ।
গিহিণণা জে পব্বইএণ দিঠা, অল্পবইএণ ব সংথুয়া হবিজ্জা।
তেসিং ইহলােইয়পফলঠা, জো সংথবং ন করেই স ভিখু ॥১০ | পব্বইএন (প্রব্রজিতের দ্বারা =দীক্ষাগ্রহণের পর) জে (যে ) গিহিণ (গৃহস্থগণ ) দিঠ। ( দৃষ্ট=পরিচিত) ব (ও) অল্পব্বইএণ ( অপ্রব্রজিত অবস্থায় ) ( যে গৃহস্থগণ ) সংখুয়া (সংস্তুতা=পরিচিত) হবিজ্জা ( হয় ) তেসিং (সেই গৃহস্থগণের সহিত ) ইহলােইয়পফলঠা (ইহলৌকিকফলার্থ = সাংসারিক সুখের জন্য, বস্ত্রাদিলাভের জন্য ) জো (যে ) সংথবং (পরিচয়)। ন করেই (করে না) স (সে) ভিক্খু (ভিক্ষু ) ১০ || | দীক্ষা গ্রহণের পর যে গৃহস্থগণের সহিত পরিচিত হয় ও দীক্ষা গ্রহণের পূর্বে যে গৃহস্থগণের সহিত পরিচিত ছিল সেই সমস্ত গৃহস্থগণের সহিত সাংসারিক সুখ ও সুবিধার জন্য পরিচয় বা বাক্যালাপ যে করে না সে ভিক্ষু ॥১০|
সয়ণাসণপাণভােয়ণং৩, বিবিহং খাইমসাইমং পরেসিং।
অদএ পড়িসেহিএ ণিয়ংঠে, জে তখন পউঈ স ভিখু ॥১১। সয়ণাসণপাণভভায়ণং (শয়নাসনপানভােজন=শয্যা, আসন, পানীয়দ্রব্য জলদি ও ভােজন তণ্ডুলাদি) বিবিহং (বিবিধ) খাইমসাইমং (খাদিম স্বাদিম =খাদিম অর্থাৎ নারিকেল খর্জুরাদি, স্বাদিম অর্থাৎ এলালবঙ্গাদি) পরেসিং (পরের দ্বারা =গৃহস্থগণের দ্বারা) অদএ ( অদত্ত হইলে )(ও) পড়িসেহি (প্রতিষিদ্ধ =নিবারিত হইলে ) জে (যে ) ণিয়ংঠে ( নিগ্রন্থ) তথ (তাহার প্রতি= সেই গৃহস্থের প্রতি) ন পউঈ ( প্রদ্বেষ না করে) স (সে) ভিক্খু ভিক্ষু ) ॥১১||
১। হবিজ্জ’ টীকা ২। ২। “ইহলােয়ফলটুয়াএ’ টীকা ৩। ৩। সরণাসণভোয়ণং টীকা ২। ৪। পড়িসেহ' টীকা ২। ৫। “পওসঈ’ টীকা ৩।