SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 264
Loading...
Download File
Download File
Page Text
________________ সভিক্ষু মংতং মূলং বিবিহং বিচিংতং, বমণবিরেয়ণধূমণি সিণাণং । আউরে সরণং তিগিচ্ছিয়ং' চ, তং পরিমায় পরিব্বএ স ভিক্‌ ॥৮॥ ( যে ) মংতং ( মন্ত্র ) মূলং ( মূল= বৃক্ষাদির মূলের দ্বারা রোগ নাশ করা ) বিবিহং ( বিবিধ = বিবিধ প্রকারের) বিজ্জচিংতং ( বৈদ্যচিন্তা = ঔষধাদির প্রয়োগ ) বমণং ( বমন ) বিরেয়ণং ( বিরেচন ) ধূমং ( ধূম= ধূমের দ্বারা রোগ আরোগ্য করা) ণিত্তং ( নেত্র= নেত্রের রোগ আরোগ্য করা ) সিণাণ ( স্নান = মন্ত্রৌষধাদির দ্বারা সংস্কৃত জলে স্নান করান ) আউরে সরণ ( আতুরের স্মরণ=রোগাক্রান্ত হইয়া হা হুতাশ করা ) চ ( এবং ) তিগিচ্ছিয় ( চিকিৎসিত= নিজের রোগ প্রতীকারের চিন্তা ) তং তৎসমস্তকে ) পরিমায় ( জানিয়া এবং পরিত্যাগ করিয়া) পরিব্বএ ( বিচরণ করে = সংযম মার্গে বিচরণ করে ) স ( সে ) ভিক্‌ ( ভিক্ষু ) ॥৮॥ মন্ত্র প্রয়োগ, বৃক্ষাদির মূল ধারণ করাইয়া রোগ নাশ করা, নানাপ্রকারের ঔষধাদির প্রয়োগ, বমন, বিরেচন ও ধূম প্রয়োগের দ্বারা রোগ আরোগ্য করা, নেত্রের অঞ্জনাদির প্রয়োগ, মন্ত্রৌষধাদির দ্বারা সংস্কৃত জলে স্নান করান, রোগাতুর হইলে হা হুতাশ করা ও নিজের চিকিৎসার বিষয়ের চিন্তা যে জ্ঞাত হইয়া ও পরিত্যাগ করিয়া সংযম পালন করে সেই সাধু ||৮|| s१ খত্তিয়গণউগরায়পুত্তা, মাহণভোইয়' বিবিহা য় সিপ্পিণে৷ ৷ নো তেসিং বয়ই সিলোগপূয়ং, তং পরিণায় পরিব্বএ স ভিক্‌খু ॥৯॥ খত্তিয়গণউগরায়পুত্তা ( ক্ষত্রিয়গণউগ্ররাজপুত্র, ক্ষত্রিয় = রাজাগণ =মল্লাদি কুলোপন্ন, উগ্র=উগ্র কুলোপন্ন, রাজপুত্র= রাজার পুত্র ) মাহণ ( ব্রাহ্মণ ) ভোইয় ( ভোগিক=ভোগকুলোপন্ন ) য় ( এবং ) বিবিহা ( বিবিধ ) সিপ্পিণো ( শিল্পিগণ ) তেসিং (তাহাদিগের ) সিলোগপূয়ং ( শ্লোক পূজা, শ্লোক= প্রশংসাবাক্য, পূজা=সম্মান সূচক বাক্য ) নো বয়ই ( বলে না ) তং ( সেই প্রশংসা ও সম্মান সূচক বাক্য ) পরিমায় ( জ্ঞাত হইয়া ও পরিত্যাগ করিয়া ) পরিব্বএ ( সংযম পালন করে ) স ( সে ) ভিক্ ( ভিক্ষু ) ॥৯॥ ক্ষত্রিয় বা রাজগণ মল্লবংশোদ্ভব, উগ্রবংশোদ্ভব, রাজপুত্র, ব্রাহ্মণ ও ভোগকুলোপন্ন এই সমস্ত উচ্চবংশীয় ব্যক্তিগণের এবং বিবিধ শিল্পিগণের ১। ‘আয়তিগিচ্ছিয়ং' টীকা ১; “আত্মনো রোগ প্রতীকাররূপং” টীকা ৩। ২। ‘ভোঈ য়' টীকা ৩। “ভোগিনো ভোগবংশোদ্ভবাঃ অথবা বিষয়ভোক্তারঃ” টীকা ১ ।
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy