________________
২৩৪
উত্তরাধ্যয়ন সূত্র
| যেমন রােহিত মৎস্য জীর্ণ জাল ছিন্ন করিয়া সুখে বিচরণ করে তদ্রুপ সংযমের ভাবােদহনে সমর্থ উদার তপস্যাচরণকারী ধীর পুরুষগণ নিশ্চয়ই ভিক্ষাবৃত্তি আচরণ করে ॥৩৫।
পহেব কুংচা সমইমংতা, তয়াণি জালাণি দলিত্ত, হংস।
পলিংতি পুত্তা য় প য় মজ্বং, তে হং কহং নানুগমিমিকা। ৩৬। (পুরােহিতের স্ত্রী বলিল ) তয়াণি ( তত = বিস্তীর্ণ ) জালানি (জাল) দলিত্ত, ( দলন করিয়া =ছিন্ন করিয়া) কুংচা (ক্রৌঞ্চ পক্ষী) ব (ও) হংসা (হংস) ণহে (নভে= আকাশে ) সমইমং (সমতিক্রম করিতে থাকিয়া ) পলিংতি ( পলায়ন করে ) ( সেইরূপ ) পুত্তা ( পুত্রগণ ) য় (এবং) পদ (পতি) মঙ্খ (আমাকে) (ত্যাগ করিয়া চলিয়া যাইতেছে) হং (আমি) তে (তাহাদিগকে ) কহং (কেন) নানুগমিসমিক্কো (একাকী হইয়া অনুগমন করিব না) ॥৩৬||
পুরােহিতের স্ত্রী বলিল, যেমন বিস্তারিত জাল ছিন্ন করিয়া ক্রৌঞ্চ ও হংসগণ আকাশ অতিক্ৰমণ করিয়া চলিয়া যায় তদ্রুপ আমার পুত্রগণ ও পতি আমাকে পরিত্যাগ করিয়া চলিয়া যাইতেছে অতএব আমিও কেন একাকিনী হইয়া ইহাদিগের অনুগমন করিব না।৩৬|
পুরােহিয়ং তং সয়ং সদারং, সুচ্চাভিণিখন্ম পহায় ভােএ।
কুডুংবরং বিউলুমং তং, রায়ং অভিং সমুবায় দেবী॥৩৭৷৷ সসুয়ং ( সসুত= পুত্রের সহিত) সদারং (সদার = স্ত্রীর সহিত ) ভােএ (ভােগ) পােয় (পরিত্যাগ করিয়া) তং (সেই ) পুরােহিয়ং (পুরােহিতকে ) অভিণিখন্ম (গৃহ ত্যাগ করিয়া ) ( শ্ৰমণ দীক্ষা গ্রহণ করিতেছে) সুচ্চা (শ্রবণ করিয়া) (ও) তং (সেই সকল = পুরােহিতের ত্যক্ত) বিউত্তমং ( বিপুল ও উত্তম ) কুডুবসারং ( কুটুম্বর =ধনধান্যাদি ) ( রাজা কর্তৃক গৃহীত হইতেছে জানিয়া) দেবী (দেবী=রাজ্ঞী কমলাবতী) রায়ং ( রাজাকে) অভিং ( অভীক্ষং=বারংবার) সমুবায় (সমুবাচ =বলিতে লাগিল ) ॥৩৭ | সমস্ত বিষয়ভােগ পরিত্যাগ করিয়া পুত্র ও স্ত্রীর সহিত গৃহ ত্যাগ পূর্বক সেই পুরােহিত শ্ৰমণ দীক্ষা গ্রহণ করিতেছে তাহা শ্রবণ করিয়া ও
১। পলংতি টীকা ১। ২। “কুটুম্বসারং ধনধান্যাদি” টীকা ৩।