________________
২১৭
ইযুকারীয় পুমত্তমাগম কুমার দে বি, পুরােহিও ত জ য় পী। বিসালকিত্তী য় তহেয়ারাে, রায়খ দেবী কমলাবঈ য় ॥
(সেই ছয়জন দেবের মধ্যে) দো বি (দুইজন) পুমত্তমাগম্ম (পুংস্ত্র প্রাপ্ত হইয়া = পুরুষরূপে বা মনুষ্যরূপে জন্ম গ্রহণ করিয়া) কুমার (কুমার পুরােহিতের কুমার অর্থাৎ অবিবাহিত পুত্র হইল ) (একজন) পুরােহিও (পুরােহিত = ভৃগু নামক পুরােহিত) য় (এবং) ( আর একজন) ত (সেই পুরােহিতের ) জমা পত্তী (যশা নামক পত্নী) ( হইল) য় (ও) (পঞ্চম জন) বিলকিত্তী ( বিশালকীর্তি = বিশাল কীতি যাহার ) তথা (এইরূপ ) ইসুয়ারে (ইষুকার নামক) রায় (রাজা) ( হইল ) য় (এবং) (ষষ্ঠজন ) অথ (অত্র =সেই স্থলে ) কমলাবঈ (কমলাবতী) (নাম্নী ) দেবী (দেবী = রাজার রাজ্ঞী ) ( হইল ) ৩।
(স্বর্গ হইতে চ্যুত ছয়জনের মধ্যে) মনুষ্যরূপে জন্ম গ্রহণ করিয়া দুইজন পুরােহিতের অবিবাহিত পুত্র হইল, তৃতীয়জন ভৃগু নামক পুরােহিত, চতুর্থজন যশা নামক পুরােহিতের পত্নী, পঞ্চমজন বিশাল কীর্তিসম্পন্ন ইষুকার নামক রাজা ও যষ্ঠজন সেই রাজার কমলাবতী নাম্নী পট্টরাজ্ঞী হইল ॥৩।
জাঈজরামচ্চ, ভয়াভিভূয়া, বহিঃবিহারাভিণিবিটঠচিত্তা।
সংসারচক বিমুখণঠা, দণি তে কামগুণে বিরত্তা ॥৪|| জাঈজরামচ্চভয়াভিভূয়া (জাতিজরামৃত্যুভয়াভিভূত= জন্মজরামরণের ভয়ে ভীত হইয়া) বহিঃবিহারাভিণিবিটুঠচিত্তা (বহির্বিহারাভিনিবিষ্টচিত্ত =বহিঃ = সংসার হইতে বাহিরের, বিহার = স্থানের প্রতি অর্থাৎ মুক্তির প্রতি যাহাদের চিত্ত অভিনিবিষ্ট হইয়াছে) সংসারচক্ক ( সংসারচক্র হইতে) বিমুখণঠা ( বিমােক্ষণার্থ = বিমুক্তি পাইবার জন্য ) দণ ( দেখিয়া =সাধুগণকে দেখিয়া ) তে (পুরােহিতের সেই দুইজন কুমার ) কামগুণে ( বিষয়ভােগে ) বিরা ( বিরক্ত হইল ) ॥
জন্মজরামরণের ভয়ে ভীত ও মুক্তির প্রতি অভিনিবিষ্টচিত্ত হইয়া সংসার
১। হোসুয়ারে’ টীকা ২।
২। “বহিঃ সংসারা বিহারঃ স্থানং বহির্বিহারােহৰ্থানন্মাক্ষস্তত্রাভিনিবিষ্টং চিত্তং যয়ে স্তো” টীকা ২।