________________
উত্তরাধ্যয়ন সূত্র অণুসাসিও ন কুল্পিজ্জা, খংতিং সেবিজ পংডিএ।
খুদ্দেহিং সহ সংসগগিং, হাসং কীড়ং চ বজ্জএ॥৯॥ পংডিএ (পণ্ডিত = জ্ঞানী শিষ্য) অণুসাসিও (অনুশাসিত=ভৎসিত) (হইয়াও) ন কুল্পিজ্জা ( ক্রুদ্ধ হইবে না) খংতিং (ক্ষান্তি-ক্ষম) সেবিজ্ঞ (সেবন করিবে = ধারণ করিবে ) (এবং) খুদ্দেহিং (নীচজন) সহ (সহিত) সংসগগিং (সংসর্গ ) হাস্যং (হাস্য) কীড়ং (ক্রীড়া) চ (ও) বজ্জত্ৰ (বর্জন করিবে ) |||| | জ্ঞানী শিষ্য আচার্য কর্তৃক ভংসিত হইলেও ক্রুদ্ধ না হইয়া শান্ত থাকিবে এবং নীচ অর্থাৎ দুরাচার ব্যক্তির সংসর্গ, হাস্য ও ক্রীড়া বর্জন করিবে ॥||
মা য় চণ্ডালিয়ং কাসী, বহুয়ং মা য় আলবে।
| কালেণ য় অহিঙ্খিত্তা, তও ঝাইজ্জ এগগাে॥১০ | (হে শিষ্য) চণ্ডালিয়ং ( চণ্ডালীক =ক্রুদ্ধ হইয়া অলীক অর্থাৎ মিথ্যা কথা ) মা কাসী (করিবে না=বলিবে না ), য় (এবং) বহুয়ং (বহু ) মা আলবে (আলাপ করিবে না= ভাষণ করিবে না)। য় (এবং) কালেণ (সময়ে ) অহিঙ্খিত্তা (অধ্যয়ন করিয়া) তও (তাহার পর) এগগগা (একক) ঝাইজ্জ (ধ্যান করিবে=চিন্তা করিবে ) |১০||
হে শিষ, তুমি ক্রুদ্ধ হইয়া ও লােভাদির বশীভূত হইয়া মিথ্যা কথা বলিবে এবং নির্দিষ্টসময়ে অর্থাৎ প্রাতঃকালের প্রথম প্রহরে অধ্যয়ন করিবে ও তদনন্তর একাকী থাকিয়া অধীত বিষয় ধ্যান করিবে। ১০ |
আহচ্চ চণ্ডালিয়ং কট্ট, ন ণিবিজ্জ কয়াই বি।
কড়ং কড়ত্তি ভাসিজ্জা, অকড়ং ন কড়ত্তি য় ॥১॥ আহচ্চ (কদাচিৎ ) চংডালিয়ং (ক্রোধাদিবশে মিথ্যা) কটু, (করিয়া বলিয়া) কয়াই বি (কদাপিও) ন নিবিজ্জ (গােপন করিবে না)। (কিন্তু) কড়ং (কৃত) কড়ত্তি (কৃত হইয়াছে=করিয়াছি এরূপ) ভাসিজ্জা (ভাষণ করিবে)
| ১। চণ্ডালিয়ং—চণ্ড অর্থাৎ ক্রোধ, মান, মায়া, লােভের বশবর্তী হইয়া মিথ্যাভাষণকে চণ্ডালীক বলে। “চণ্ড ক্রোধস্তশালীকং চণ্ডালীকং, লােভাছুপলক্ষণম্ ॥” টীকা ২।
২। দিনের ১ম ও ৪র্থ প্রহর এবং রাত্রির ১ম ও ৪র্থ প্রহর স্বাধ্যায় করিবার জন্য এবং দিবাভাগের ২য় প্রহর ও রাত্রির ২য় প্রহর ধ্যানের জন্য নির্দিষ্ট। উত্তরাধ্যয়ন ২৬১১, ১২, ১৭, ১৮।