________________
১৬০
উত্তরাধ্যয়ন সুত্র বুদ্ধ ণিসম ভাসিয়ং, সুকহিয়মঠপওবসােহিয়ং। রাগং দোসং চ ছিংদিয়া, সিদ্ধিগইং গএ গােয়মে ॥৩৭
| ত্তি বেমি। বুদ্ধ (বুদ্ধের =ভগবান্ মহাবীরের) সুকহিয়ং (সুকথিত =সুন্দর উপমাদি দ্বারা বিশেষভাবে উপদিষ্ট) অটুঠপওবসােহিয়ং ( অর্থপদোপশােভিত = বিশেষার্থযুক্ত পদের দ্বারা শােভিত) ভাসিয়ং (ভাষিত =কথিত উপদেশ) ণিসম্মু (শ্রবণ করিয়া) রাগং ( রাগ অনুরাগ) দোসং চ ( ও দ্বেষ ) ছিংদিয়া। (ছিন্ন করিয়া) গােয়মে (গৌতম = প্রথম গণধর ইন্দ্রভূতি গৌতম) সিদ্ধিগইং। ( সিদ্ধিগতি মুক্তি) গয়ে (গমন করিলেন=প্রাপ্ত হইলেন) ॥৩৭ ভি বেমি (এইরূপ বলিতেছি ) । | ভগবান্ মহাবীরের সুকথিত গভীর অর্থ ও পদের দ্বারা শশাভিত উপদেশ শ্রবণ করিয়া রাগদ্বেষকে পরিচ্ছিন্ন করিয়া গৌতম সিদ্ধিগতিতে গমন করিলেন ॥৩৭ এইরূপ বলিতেছি।
ইতি ক্রমপত্ৰক, দশম অধ্যয়ন
১। সুভাসিয়ং টীকা ১। ২। “সিদ্ধিং গএ ভয়বং গােয়ম’ টীকা ১।