________________
১৫৮
উত্তরাধ্যয়ন সূত্র মহং (মহা) অগ্নবং (অর্ণব =সাগর, ভবসাগর) তিল্লো হু সি ( প্রায় উত্তীর্ণ হইয়াছ) কিং পুণ (তবে কেন) তীরমাগও ( তীরমাগত =তীরে আসিয়া ) চিঠসি (অবস্থান করিতেছ=নিশ্চেষ্টতা অবলম্বন করিতেছ ) পারং গমিত্ত (পরপারে যাইতে =ভবার্ণবের পরপারে মুক্তিপদে যাইতে) অভিতুর ( অভিত্বরস্ব =ত্বরান্বিত হও) হে গৌতম ইত্যাদি ॥৩৪||
হে গৌতম, তুমি মহান্ ভবার্ণব উত্তীর্ণ প্রায় হইয়াছ, তবে কেন তীরে আসিয়া নিশ্চেষ্টতা অবলম্বন করিতেছ? ভবসাগরের পরপারে অর্থাৎ মুক্তিপদে যাইতে ত্বরান্বিত হও। সময় মাত্রের জন্যও প্রমাদ করিও না ॥৩৪||
অকলেবর সেণিমুসিয়া, সিদ্ধিং গােয়ম লােয়ং গচ্ছসি।
খেমং চ সিবং অণুরং, সময়ং গােয়ম মা পমায় ॥৩৫|| গােয়ম (হে গৌতম) অকলেবরসেণিং ( অকলেবরশ্রেণী =অশরীরিশ্রণী, অশরীরী = সিদ্ধ, মুক্ত, তাহার শ্রেণী =উত্তরােত্তর শুভপরিণাম প্রাপ্তিরূপ শ্রেণী, ক্ষপক শ্রেণী) উসসি (উচ্ছি ত্য=উন্নত করিয়া, অবলম্বন করিয়া) খেমং (ক্ষেম = কল্যাণময়) সিং (শিব =মঙ্গলময় ) চ (ও) অণুত্তর (অনুত্তর = সর্বোৎকৃষ্ট) সিদ্ধি লােয়ং (সিদ্ধিলােকে) গচ্ছসি ( যাইবে ) (অতএব ) হে । গৌতম ইত্যাদি ॥৩৬৷৷
১। “অবিদ্যমানং কলেবর মেষামকলেবরা সিদ্ধা স্তেষাং শ্রেণিরিব শ্রেণির্যয়ােত্তরােত্তরশুভপরিমাণপ্রাপ্তিরূপয়া তে সিদ্ধিপদ মারােহন্তি ক্ষপকশ্রেনিমিত্যর্থঃ” টীকা ৩।
২। “উচ্ছি তেবােচ্ছি-ত্যউত্তরােত্তর সংযমস্থানাবাপ্তা তামুচ্ছি তামিবকৃত্বা” টীকা ৩। “উৎস্জ্য উত্তরােত্তরসংযমস্থানপ্রাপ্যোন্নতিমেবকৃত্বা” টীকা ১। উন্নত, উচা কিয়া হয়।” পা, স, ম। | ৩। সিদ্ধিলােকের ব্যাখ্যার জন্য ৬১৪ সূত্রের ১নং পাদটীকা দ্রষ্টব্য।
৪। জৈনশাস্ত্রে আধ্যাত্মিক বিকাশের ভূমিকাকে চতুর্দশভাগে বিভক্ত করিয়া চতুর্দশ গুণস্থান বলিয়া অভিহিত করা হয়। জীব ঘাের মিথ্যাত্ব হইতে যখন আধ্যাত্মিক বিকাশের দিকে অগ্রসর হইতে থাকে তখন উত্তরােত্তর বিশুদ্ধতর পরিণামের দ্বারা ক্রমশঃ নিম্ন ভূমিকা হইতে উচ্চতর ভূমিকা প্রাপ্ত হয়। এইভাৰে অষ্টম ভূমিকা বা গুণস্তান প্রাপ্ত হইয়া জীব দুই প্রকারে সঞ্চিত কর্মকে অভিভূত করিয়া অগ্রসর হয়। প্রথম প্রকারে সঞ্চিত মােহনীয় কর্মরাশিকে উপশম করিয়া জীব বিকাশের মার্গে অগ্রসর হয়। ইহাকে উপশম শ্রেণী কহে, উপশম শ্রেণীতে কর্মপুদগলকে বিশেষ করিয়া মােহনীয় কর্মকে দমন করিয়া আত্মার বিকাশ হইতে থাকে কিন্তু কর্মপুদ্গল নষ্ট না হইয়া সত্তায় থাকিয়া যায় এবং উচ্চতর বিকাশের মার্গে আরােহণ করিতে করিতে একাদশ ভূমিকা পর্যন্ত এই উপশান্তমেহ জীব উঠিতে পারে কিন্তু এই সময়ে সত্তায়