________________
মপত্রক
অবসােহিয় কংটগাপহং, ওইগ্নোসি পহং মহালয়ং। গচ্ছসি মগগং বিসােহিয়া, সময়ং গােয়ম মা পমায় ॥৩২)।
কংটগাপহং ( কন্টকপথ = কণ্টকাকীর্ণ পথ = অন্যধর্মাবলম্বিগণের মার্গ, অথবা সংসারাশ্রম ) অবসােহিয় (অবশােধ্য=পরিহার করিয়া) মহালয়ং ( মহালয় = মহান্ অর্থাৎ সম্যক জ্ঞান দর্শন ও চারিত্র সম্পন্ন আলয় অর্থাৎ আশ্রয়, মহান্ আশ্রয়) পহং ( পথ = মার্গ) ওইগ্নেসি ( অবতীর্ণ হইয়াছে =প্রাপ্ত হইয়াছে ) গােয়ম (হে গৌতম ) বিসােহিয়া (ইহা স্থির করিয়া) মগং (সেই মার্গে= পাপশূন্য জিন মার্গে ) গচ্ছসি (যাও) সময় মাত্রের জন্যও প্রমাদ করিও না ॥৩২]
হে গৌতম, কণ্টকাকীর্ণ সংসার মার্গ পরিত্যাগ করিয়া মহান মুক্তিমার্গ প্রাপ্ত হইয়াছ। ইহা নিশ্চয় জানিয়া সেই মুক্তিমার্গে বিচরণ কর। সময় মাত্রের জন্যও প্রমাদ করিও না ॥৩২||
অবলে জহ ভারবাহ, মা মগে বিসমে বগাহিয়া। পচ্ছা পঙ্ণুতাবএ, সময়ং গােয়ম মা পমায় ॥৩৩||
জহ ( যেমন ) অবলে ( দুর্বল ) ভারবাহএ (ভারবাহক) বিসমে (বিষম = অসমান ) মগগে (মার্গে ) বগাহিয়া (প্রবেশ করিয়া) পচ্ছা (পশ্চাৎ ) পচ্ছানুতাবএ ( পশ্চাদমুতাপক = পশ্চাত্তাপকারক) (হয় তদ্রুপ) গােয়ম (হে। গৌতম ) মা (না=করিও না)। অতএব সময় মাত্রের জন্যও প্রমাদ করিও ॥৩৩||
যেমন দুর্বল ভারবাহক অসমান মার্গে প্রবেশ করিয়া পশ্চাত্তাপ করে তদ্রুপ হে গৌতম তুমি জিন কথিত মুক্তিমার্গ পরিত্যাগ করিয়া কন্টকাকীর্ণ মার্গে পুনঃপ্রবেশ পূর্বক পশ্চাত্তাপ করিও না। অতএব সময় মাত্রের জন্যও প্রমাদ করিও না ॥৩৩||
তিন্নো হু সি অগ্নবং মহং, কিং পুণ চিঠসি তীরমাগও। অভিতুর পারং গমিত্ত, সময়ং গােয়ম মা পমায় ॥৩৪||
১। কন্টয়াপহং' টীকা ২। ২। “উত্তিন্নোসি’ টীকা ১ ও ২। ৩। “বিসােহিয়ং টীকা ১। ৪। “তিন্নো’ টীকা ২।