________________
১৫০
উত্তরাধ্যয়ন সূত্র। উকোসং ( উৎকৃষ্টভাবে ) সত্তঠভবগগহণে (সপ্তাষ্টভবগ্রহণে = সাত কিংবা আট জন্মগ্রহণ পর্যন্ত) সংবসে (অবস্থান করে ) হে গৌতম ইত্যাদি ॥১৩ | জীব পঞ্চেন্দ্রিয় অর্থাৎ মনুষ, পশু ও পক্ষী আদি তির্যক যােনিতে উৎপন্ন হইয়া যদি বারংবার সেই সেই যােনিতেই উৎপন্ন হইতে থাকে তবে সর্বোৎকৃষ্টভাবে সাত কিংবা আট জন্ম পর্যন্ত সেই সেই যােনিতে অবস্থান করিবে। হে গৌতম ইত্যাদি|১৩||
দেবে ণেরইয়ে য় অইগও, উঙ্কোসং জীবাে উ সংবসে। ইকিকভবগ্রহণে, সময়ং গােয়ম মা পমায় ॥১৪
জীবাে উ (জীব) দেবে (দেবযােনিতে) য় (ও) ণেরইয়ে (নারক যােনিতে ) অইগও (অতিগত=উৎপন্ন ) (হইয়া) উকোসং (উৎকৃষ্টরূপে ) ইক্কিকভবগগহণে (একৈকভবগ্ৰহণ =একবার মাত্র জন্মগ্রহণ করিয়া) সংবসে (অবস্থান করে ) হে গৌতম ইত্যাদি ॥১৪||
| জীব দেবযােনি কিংবা নরকযােনিতে উৎপন্ন হইয়া মাত্র একজনই অবস্থান করিতে পার (দ্বিতীয়বার সেই যােনিতে আর জন্ম হইবে না)। হে গৌতম ইত্যাদি ॥১৪।
এবং ভবসংসারে, সংসরই সুহাসুহেহিং কম্মেহিং। জীবে পমায়বহুলো, সময়ং গােয়ম মা পমায় |১৫||
এবং (এইরূপে ) পমায়বহুলাে (প্রমাদবহুল =প্রমাদযুক্ত ) জীব (জীব ) ভবসংসার (এই সংসারে ) সুহাসুহেহিং ( শুভাশুভ) কম্মােহিং (কর্মের দ্বারা) সংসরই (পরিভ্রমণ করিতেছে ) (ইহা জানিয়া) হে গৌতম ইত্যাদি ॥১৫|| | প্রমাদগ্রস্ত জীব এইরূপে শুভাশুভ কর্মের দ্বারা প্রেরিত হইয়া সংসারে পরিভ্রমণ করে। হে গৌতম ইত্যাদি ॥১৫।
১। ‘নেরইমইগও টীকা ১।; ‘নেরই মইগও টীকা ৪; নরএ য় গও টীকা ৩। ৫। এক্কেক্ক’ টীকা ৩; ‘ইকে’ টীকা ১ ও ৪। ৩। প্রমাদশকের জন্য চতুর্থ অধ্যায়ের ১ নং সূত্রের ২ নং পাদটীকা দ্রষ্টব্য।